IPL 2019: রাজস্থানের অধিনায়কত্ব ফিরে পেলেন স্টিভ স্মিথ!

| Apr 20, 2019, 16:05 PM IST
1/4

1

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বছরের নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরলেও নেতৃত্ব ফিরে পাননি স্টিভ স্মিথ।

2/4

2

আইপিএলেও রাজস্থান দলে ফিরলেও মরশুমের শুরু থেকে দলের অধিনায়ক ছিলেন না স্মিথ। নেতৃত্বে ছিলেন আজিঙ্কে রাহানে।

3/4

3

৮ ম্যাচ পর আইপিএলে আবার অধিনায়ক হলেন স্টিভ স্মিথ।

4/4

4

আজিঙ্কে রাহানের পরিবর্তে মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের নেতৃত্ব ফিরে পেলেন স্টিভ স্মিথ।