IPL 2022, KKRvsCSK : Dhoni ধামকার পরেও কোন কোন কারণে জিতল KKR? ছবিতে দেখুন
টিমগেমের উপর ভর করে জয় পেল কলকাতা নাইট রাইডার্স।
নিজস্ব প্রতিবেদন: উদ্বোধনী ম্যাচেই ছয় উইকেটে জয়। তাও আবার কঠিন প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) সব বিভাগে উড়িয়ে দিয়ে এল জয়। বাইশ গজের যুদ্ধে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) 'মিডাস টাচ' দেখালেও, শুরু থেকে শেষ পর্যন্ত বুদ্ধিদীপ্ত ও আগ্রাসী মেজাজে নেতৃত্ব দিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । ছবিতে দেখে নিন ম্যাচ জয়ের বেশ কয়েকটি কারণ।
1/8
পাওয়ার প্লে-তে আগুনে উমেশ
2/8
বরুণ চক্রবর্তীর ম্যাজিক
photos
TRENDING NOW
3/8
দুরন্ত ফিল্ডিং
4/8
শেল্ডনের বিদ্যুৎগতির স্টাম্পিং
আইপিএল শুরুর আগে উইকেটকিপিং নিয়ে চিন্তা ছিল। তবে প্রথম ম্যাচেই সৌরাষ্ট্রের এই ব্যাটারই নজর কেড়ে নিলেন। উইকেটের পিছনে দুরন্ত রিফ্লেক্স, নড়াচড়া, দক্ষতা— সব কিছুতেই দুরন্ত তিনি। রবিন উথাপ্পাকে দুরন্ত মেজাজে স্টাম্প করে ঝটকা দিলেন শেল্ডন। এতটাই নিপুণ ছিল তাঁর হাতের কাজ যে শুরু হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা। সেই তুলনা আবার করলেন এক ও অদ্বিতীয় সচিন তেন্ডুলকর। যুবরাজ সিংও তাঁর প্রশংসা করেছেন।
5/8
শ্রেয়সের দুরন্ত অধিনায়কত্ব
ধোনির মতো শ্রেয়সও ঠাণ্ডা মাথার অধিনায়ক। সেটা দিল্লি ক্যাপিটালসে থাকার সময় প্রমাণ করে দিয়েছিলেন। নাইট সংসারে এসেও সেই দাপট দেখালেন এই মুম্বইকর। হাতের তালুর মতো চেনা ওয়াংখেড়ের বাইশ গজকে চেনেন এই মুম্বইকর। বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ড সেটিং দক্ষতার সঙ্গে করলেন নতুন নাইট সেনপতি। ব্যাটিংয়ের ক্ষেত্রেও প্রাধান্য দিলেন দলকেই। তাই তো তিন নম্বরে নিজে না গিয়ে পাঠিয়ে দেন নীতীশ রানাকে।
6/8
পাওয়ার প্লে-তে কম রান, ধোনির লড়াই ম্লান
পাওয়ার প্লে-তে পিছিয়ে যাওয়ার জন্য পুরো ম্যাচে পিছিয়ে যায় চেন্নাই। রান তোলার গতি আর বাড়েনি। পরের চার ওভারে আরও ২টি উইকেটে পড়ে তাদের। রান হয় মাত্র ২২। পরের পাঁচ ওভারে আরও ভাল বল করে কলকাতা। মাত্র ১৬ রান তোলে চেন্নাই। তাই শেষ দিকে ব্যাট চালিয়ে ধোনি ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকলেও, চেন্নাই ৫ উইকেটে মাত্র ১৩১ রান তোলে।
7/8
নীতীশ রানার ক্যামিও
8/8
ব্রাত্য অজিঙ্কা রাহানের দারুণ ব্যাটিং
photos