IPL Records: আজও আছে অক্ষত! আইপিএলে যে রেকর্ডগুলি ভাঙা কার্যত অসম্ভব, দেখুন ঝলকে

Apr 22, 2023, 15:52 PM IST
1/6

আইপিএলে যে রেকর্ডগুলি ভাঙা কার্যত অসম্ভব

IPL Records That Are Nearly Impossible To Break

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে আইপিএল ১৫টি বছর কাটিয়ে দিয়েছে। রমরমিয়ে চলছে আইপিএল সিক্সটিন। বিগত ১৫ বছরে ব্যাট হাতে ক্রিস গেইল, বিরাট কোহলিরা এমন সব রেকর্ড করেছেন, তা ভাঙা কার্যত অসম্ভব। দেখে নিন কোন কোন রেকর্ড আজও অক্ষত।   

2/6

ক্রিস গেইল অপরাজিত ১৭৫

 Chris Gayle's 175 not out

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পুণে ওয়ারিয়র্সের ম্যাচটি ইতিহাসে লেখা আছে। ক্রিস গেইল নামের এক ক্যারিবিয়ান 'দৈত্য' সেদিন বোলারদের গিলে খেয়েছিলেন। ৬৬ বলে করেছিলেন ১৭৫ রান। ১৩টি চার, ১৭টি ছয় সাজিয়ে ছিলেন নিজের ইনিংস। গেলের ব্যাটে ভর করে আরসিবি স্কোরবোর্ডে পাঁচ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিল। পুণে ১৩০ রানে জিতে যায়। বলাই বাহুল্য গেইলের এই রেকর্ড ভাঙা সহজ নয়। ১০ বছর হয়ে গেল। কেউ পারল না।  

3/6

বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের যুগলবন্দি

 Virat Kohli and AB de Villiers' record stand

ব্যাট হাতে বিপক্ষের ঘুম ছুটিয়ে দিতেন আরসিবি-র 'সুপারম্যান-ব্যাটম্যান' জুটি। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে বিরাট-ডিভিলিয়ার্স জুটি দ্বিতীয় উইকেটে ২২৯ রান তুলেছিল স্কোরবোর্ডে। কোহলি করেছিলেন ১০৯। এবিডি-র ব্যাট থেকে এসেছিল ১২৯।  

4/6

বিরাট কোহলির ৯৭৩ রান

Virat Kohli's record 973 runs in a single season

আইপিএলের সর্বাধিক রানশিকারিও যেমন বিরাট কোহলি, তেমনই এক মরসুমে সবচেয়ে বেশি রানও ক্রিকেট-জঙ্গলের রাজার। ২০১৬ আইপিএল মরসুমটি ছিল বিরাটেরই। চারটি সেঞ্চুরি-সহ বিরাট করেছিলেন ৯৭৩ রান। আরসিবি ফাইনালেও উঠেছিল। কিন্তু সানরাইজার্সের কাছে হারতে হয় বিরাট অ্যান্ড কোংকে।  

5/6

কেকেআরের অপ্রতিরোধ্য দৌড়

KKR's 10-match Unbeaten Run

গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর টানা ১০ ম্যাচ জিতেছিল। ২০১৪ আইপিএলে কলকাতা টানা নয় ম্যাচ জিতেছিল। এর সঙ্গেই কেকেআর ছিনিয়ে নেয় ট্রফি। এরপর ২০১৫ মরসুমে কলকাতা জয় দিয়েই শুরু করেছিল খেতাব ধরে রাখার লড়াই। আইপিএলে কোনও দলের টানা ১০ ম্যাচ জেতার রেকর্ড নেই।  

6/6

গেইল-জাদেজার ওভারে ৩৭!

Chris Gayle, Ravindra Jadeja smashing 37 in an over

সাল ২০১১। গেইল কোচি টাস্কার্সের বোলার প্রশান্ত পরমেশ্বরণকে এক ওভারে ৩৭ রান মেরেছিলেন। ঠিক ১০ বছর পর জাদেজা করেন একই কাজ। আরসিবি-র হর্ষল প্যাটেলের ওভারে তিনি মেরেছিলেন ৩৭। এবার কোনও ব্যাটারকে এক ওভারে করতে হবে ৩৮।