1/6
আইপিএলে যে রেকর্ডগুলি ভাঙা কার্যত অসম্ভব
2/6
ক্রিস গেইল অপরাজিত ১৭৫
২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পুণে ওয়ারিয়র্সের ম্যাচটি ইতিহাসে লেখা আছে। ক্রিস গেইল নামের এক ক্যারিবিয়ান 'দৈত্য' সেদিন বোলারদের গিলে খেয়েছিলেন। ৬৬ বলে করেছিলেন ১৭৫ রান। ১৩টি চার, ১৭টি ছয় সাজিয়ে ছিলেন নিজের ইনিংস। গেলের ব্যাটে ভর করে আরসিবি স্কোরবোর্ডে পাঁচ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিল। পুণে ১৩০ রানে জিতে যায়। বলাই বাহুল্য গেইলের এই রেকর্ড ভাঙা সহজ নয়। ১০ বছর হয়ে গেল। কেউ পারল না।
photos
TRENDING NOW
3/6
বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের যুগলবন্দি
4/6
বিরাট কোহলির ৯৭৩ রান
5/6
কেকেআরের অপ্রতিরোধ্য দৌড়
6/6
গেইল-জাদেজার ওভারে ৩৭!
photos