EXPLAINED | IND vs NZ: সম্মানরক্ষায় মরিয়া টিম ইন্ডিয়া, মুম্বইতে মেগাচমক! দলে IPL জেতানো আগুনে পেসার...
India vs New Zealand 3rd Test: ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় টেস্টে সম্মানরক্ষায় মরিয়া টিম ইন্ডিয়া। দলে থাকছে বিরাট চমক!
1/5
ভারত-নিউ জিল্যান্ড, তৃতীয় টেস্ট
ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজ, এক ম্যাচ হাতে রেখেই নিউ জিল্যান্ড ২-০ জিতে নিয়েছে। বেঙ্গালুরুতে কিউয়িরা প্রথম টেস্ট ৮ উইকেট জিতে নিয়েছিল। পুণেতে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলে! মুম্বইতে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। ওয়াংখেড়েতে যদি ভারত হারে, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবেন রোহিত শর্মার বাহিনী। আর সম্মানরক্ষার লড়াইয়ে রোহিত শর্মার দল প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও দিতে নারাজ।
2/5
টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত
মুম্বই টেস্টে ভারতীয় দল দিল্লির সিমার হর্ষিত রানাকে ঢুকিয়েছে বলেই রিপোর্ট। ২২ বছরের আগুনে পেসার চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে জিতেছেন কেকেআরের হয়ে। ১১ ইনিংসে তুলে নিয়েছেন ১৯ উইকেট। চলতি রঞ্জিতেও হর্ষিত রয়েছেন দারুণ ফর্মে। অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। পাঁচ উইকেটের পাশাপাশি আটে নেমে ফিফটিও করেছেন তিনি। মনে করা হচ্ছে সব ঠিক থাকলে আগামী শুক্রবার তাঁর টেস্ট অভিষেক হতে চলেছে। মঙ্গল সন্ধ্য়ায় হর্ষিত মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাবেন বলেই খবর। দিল্লির জার্সিতে তিনি রঞ্জিতে চতুর্থ রাউন্ড খেলতে পারবেন না জাতীয় কর্তব্য় সামলাবেন বলেই...
photos
TRENDING NOW
3/5
ট্র্য়াভেলিং রিজার্ভ হিসেবে হর্ষিত
দেখতে গেলে হর্ষিতের নাম কিন্তু ভারত-নিউ জিল্যান্ড সিরিজে ছিল। নির্বাচকরা তাঁকে ট্র্য়াভেলিং রিজার্ভ হিসেবে রেখেছিলেন। তবে রঞ্জিতে দিল্লির তৃতীয় রাউন্ডের ম্য়াচের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দিল্লির হয়ে অসম ম্যাচে হর্ষিত ছিলেন টিমে। হর্ষিতের গতি ও নিখুঁত লাইন নির্বাচকদের নজর কেড়ে নিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু অভিষেকের সুযোগ পাননি।
4/5
বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৪-২৫
মুম্বইতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট খেলার ঠিক চারদিন পরেই, রোহিত শর্মারা বিরাট দল নিয়ে উড়ে যাবেন পার্থে। দু'মাসের কাছাকাছি অস্ট্রেলিয়ায় থাকবে টিম ইন্ডিয়া। দুয়ারে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ।
5/5
বর্ডার-গাভাসকর ট্রফির আগুনে স্কোয়াড বেছে নিয়েছে ভারত
পুণেতে চলতি ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্টে চলাকালীনই অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরের আগুনে ১৮ জন বেছে নিয়েছে। দলে কিন্তু রয়েছেন হর্ষিত! ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।
photos