Mahlagha Jaberi: ইরানি সুপারমডেলের শরীরী আগুনে পুড়ে ছাই হিজাবপন্থী সরকারের ফতোয়া!
ইরানের অ্যান্টি-হিজাব লড়াইয়ের মধ্যেই ইন্টারনেটে আগুন ঝরাচ্ছেন এক ইরানি সুপারমডেল! নগ্নতা বা স্বল্পবসনা হওয়াটার মধ্যে এমনিতে হয়তো কোনও সাহস নেই। দেখনদারিত্ব ছাড়া। কিন্তু যদি এমন একটা সময়ে কেউ নিজেকে স্বল্পবসনা হিসেবে তুলে ধরেন যখন 'বিধিসম্মত' পোশাকে শরীর ঢেকে না-রাখার জন্যই তাঁর নিজের দেশের পুলিসের হাতে নিগৃহীত হতে হচ্ছে সে দেশের তরুণীদের, তখন সেটা একটা সাহস তো বটেই। 'পোশাকে শরীর ঢেকে না-রাখা'র বিষয়টা একটু ব্যাখ্যা দরকার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নগ্নতা বা স্বল্পবসনা হওয়াটার মধ্যে এমনিতে হয়তো কোনও সাহস নেই। দেখনদারিত্ব ছাড়া। কিন্তু যদি এমন একটা সময়ে কেউ নিজেকে স্বল্পবসনা হিসেবে তুলে ধরেন যখন পোশাকে শরীর ঢেকে না-রাখার জন্যই তাঁর নিজের দেশে পুলিসের হাতে নিগৃহীত হচ্ছেন তরুণীরা, তখন সেটা একটা সাহস বটেই। 'পোশাকে শরীর ঢেকে না-রাখা'র বিষয়টা একটু ব্যাখ্যা দরকার।
ইরানে এখন হিজাব-বিতর্কে আগুন জ্বলছে। হিজাব না পরার 'অপরাধে' এক ২২ বছরের তরুণীকে সেখানে মরতে হয় পুলিসের হাতে; ইরানের সরকার সে দেশের মহিলাদের উদ্দেশ্য়ে ফতোয়া জারি করেছে, নিজের মতে পোশাক বাছাই করা যাবে না, সদা হিজাব দিয়ে ঢেকে রাখতে হবে শরীর, ঠিক তখনই মাহলাঘা জাবেরির এই শরীরী প্রতিবাদ!