টিকিট কাটার সময় মাথার রাখতে হবে যাত্রীদের, বুকিং নিয়মে পরিবর্তন আনল রেল

Dec 10, 2020, 19:45 PM IST
1/5

রেলে টিকিট বুকিং সিস্টেমে কিছুটা বদল আনল রেল। এখন থেকে রেলের টিকিট বুক করতে গেলে দিতে হবে যাত্রীর মোবাইল নম্বর।

2/5

রেল টিকিটে দালালদের জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা। এমনটাই জানিয়েছে রেল।

3/5

টিকিট বুক করার সময় মোবাইল নম্বর দেওয়ার ফলে যাত্রীরা ট্রেন বাতিল হলে এসএমএসও পেয়ে যাবেন।  

4/5

অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএনআর স্টেটাস জানা যাবে।

5/5

এছাড়াও নভেম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রেল। সেটি হল ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।