New Facebook scam: লিঙ্ক পাঠিয়ে জিজ্ঞাসা 'আপনি আছেন কি ভিডিওতে'?
Dec 31, 2020, 13:34 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে নয়া পন্থায় Facebook scam। আগেই সাবধান হন। ভুলেও ক্লিক করবেন না এমন লিঙ্কে। আপনি ভিডিওতে আছেন কিনা সে প্রশ্ন করা হলে, খবরদার তার উত্তর খুঁজতে যাবেন না। এতে বিপদ ডেকে আনবেন নিজের হাতে।
2/6
সাইবার জালিয়াতরা ফেসবুক মারফত পাঠাচ্ছে এই লিঙ্ক। যেখানে ক্লিক করলেই চাইছে Facebook username এবং password।
photos
TRENDING NOW
3/6
ভিডিও লিঙ্কের সঙ্গে লেখা থাকছে, ‘Is it you in the video?' এই লিঙ্কে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে দিলে, জালিয়াতদের খপ্পরে পড়বেন আপনি। তথ্য দেওয়ার পরই খুলছে ফেক login page।
4/6
মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এই পেজ চালনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। যে ডমেইনের নাম legitimate-looking।
5/6
কী করে বুঝবেন এই login page ভুয়ো? মনে রাখবেন, ফেসবুকের কোনও পেজ খুললে তার url এ থাকে HTTPS। কিন্তু এতে রয়েছে SSL/TLS।
6/6
এর হাত থেকে বাঁচতে প্রথমেই আপনার অ্যাকাউন্টকে two-factor authentication (TFA) আওতায় নিয়ে আসুন।
photos
RECOMMENDED PHOTOS
Fatal error: Call to undefined function get_webpage_schema_details() in /var/www/zeenews.india.com/bengali/sites/all/themes/zeedesktop_th/templates/gallery_new/node--gallery.tpl.php on line 100