হাতে এনগেজমেন্ট রিং! বাগদান সেরে ফেললেন মৌনি রায়?

Oct 28, 2020, 14:29 PM IST
1/6

অনামিকায় (রিং ফিঙ্গার) শোভা পাচ্ছে হীরের আংটি। সম্প্রতি বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের এমনই একটি ছবি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকেরই প্রশ্ন তবে কি বাগদান সেরে ফেললেন মৌনি? ছবি-ইনস্টাগ্রাম

2/6

যাঁরা মৌনি রায়ের পোস্ট করা ছবিটি দেখে ভাবছেন, অভিনেত্রী বাগদান সেরে ফেলেছেন, বা বিয়ে করতে চলেছেন, তাঁরা কিন্তু একেবারেই ভুল ভাবছেন।    ছবি-ইনস্টাগ্রাম

3/6

ঠিক কী ঘটেছে, তা নিজেই লিখেছেন মৌনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ''বিশ্বাস করা যাচ্ছে না, অবশেষে ভারতে এমন একটি ব্র্যান্ড এসেছে, যারা শুধুমাত্র এনগেজমেন্ট রিং-ই তৈরি করে। ওদের কালেকশন আমার নজরে রয়েছে, আপনিও দেখতে পারেন।''   ছবি-ইনস্টাগ্রাম

4/6

মৌনি রায় আরও লিখেছেন, ''আপনি এখন ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আপনার আংটির নকশাটিও নিজের পছন্দ মত বানাতে পারেন। ওখানকার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আপনাকে বাগদানের আংটিটি বেছে নেওয়ার জন্য পরামর্শ দেবেন।''   ছবি-ইনস্টাগ্রাম

5/6

মৌনির এই পোস্ট ও ক্যাপশনে পড়ে মনে হচ্ছে উনি এনগেজমেন্ট রিং প্রস্তুতকারী ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের কোনও ছবি পোস্ট করেছেন।   ছবি-ইনস্টাগ্রাম

6/6

প্রসঙ্গত, খুব শীঘ্রই মৌনি রায়কে রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে। শেষবার তাঁকে রাজকুমার রাও-এর বিপরীতে 'মেড-ইন-চায়না' ছবিতে দেখা গিয়েছে।   ছবি-ইনস্টাগ্রাম