1/5
ফুড সেফটি ডিপার্টমেন্ট ও স্বাস্থ্য দফতরের যৌথ অভিযান
2/5
পর পর পর্যটকের মৃত্যু
photos
TRENDING NOW
3/5
কাঁকড়া পরীক্ষা
বিভিন্ন রেস্তরাঁ ও হোটেল থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কাঁকড়া সংগ্রহ করা হয়। বেশ কয়েকটি প্রজাতির কাঁকড়া সংগ্রহ করে তদন্তকারী দলটি। শুধু-ই কি অ্যালার্জিগত সমস্যা নাকি বিষাক্ত কাঁকড়া-ই ডেকে আনছে বিপদ? খতিয়ে দেখবেন তদন্তকারীরা। শুধু কাঁকড়াতেই যে বিপদ এমনটা নয়! বেশ কয়েকটি রেস্তরাঁকে এদিন নিয়মবহির্ভূতভাবে খাদ্য রাখার কারণেও সতর্ক করা হয়।
4/5
ফুড লাইসেন্স না নিয়েই দিঘায় ব্যবসা
সমুদ্র সৈকতের পাশেই 'গজিয়ে ওঠা' বেশ কয়েকটি মাছের খাবারের দোকানেও হানা দেয় তদন্তকারী দলটি। অভিযোগ, বেশ কিছু হোটেল ও রেস্তরাঁ মালিক ফুড লাইসেন্স না নিয়েই দিঘায় ব্যবসা করছেন। তাঁদেরকেও অ্যালার্ট করা হয়। এবার থেকে ফুড লাইসেন্স সংগ্রহ করেই তারপর ব্যবসা করতে হবে, অন্যথায় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তদন্তকারীরা।
5/5
কড়া নজরদারি চালাবে রাজ্য ফুড সেফটি ডিপার্টমেন্ট
photos