শনি-রবিবারেও হতে পারে পরীক্ষা, ISC ও ICSE নিয়ে নয়া বিজ্ঞপ্তি বোর্ডের

May 01, 2020, 23:32 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে লকডাউনে বন্ধ স্কুল। বন্ধ পঠনপাঠন। মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে বোর্ডের পরীক্ষাও।  

2/5

এখন কী হবে বাকি থাকা পরীক্ষাগুলোর? এই নিয়ে উদ্বেগে ছিলেন পরীক্ষার্থী থেকে অভিভাবকরাও।   

3/5

এই পরিস্থিতিতে আজ এক বিজ্ঞপ্তি জারি করে CISCEজানিয়েছে, লকডাউন ওঠার পর শনি-রবিবারেও ISC ও ICSE-র বাকি পরীক্ষাগুলি হতে পারে।  

4/5

পাশাপাশি, আরও বলা হয়েছে, স্কুল চাইলে একাদশ শ্রেণিতে প্রভিশনাল অ্যাডমিশন করাতে পারে।  

5/5

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় আজ তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র।