শুরু বিয়ের আচার, ভোগ খাওয়ালেন ইশা আম্বানি

Dec 08, 2018, 16:10 PM IST
1/9

আম্বানি কন্যা ইশার বিয়ে বলে কথা, তাই বিয়ের আগে থেকেই নানান আচার অনুষ্ঠান, সেলিব্রেশন শুরু হবে সেটাই স্বাভাবিক। 

2/9

আগামী ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়ছেন ইশা আম্বানি ও আনন্দ পিরামল। 

3/9

বিয়ের অনুষ্ঠানের আগে ৭ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরেরে বিশেষ 'অন্ন সেবা'র আয়োজন করেন আম্বানি ও পিরামল পরিবার। 

4/9

এই দিন রাজস্থানের উদয়পুরে প্রায় ৫,১০০ মানুষকে ভোগ খাওয়ান আম্বানি ও পিরামল পরিবার। সকলকে দিনে তিনবার তাঁদের এই খাবার বিতরণ করা হয়।

5/9

এদিন ইশা নিজে মানুষজনকে খাবার বিতরণ করা হয়।

6/9

এই 'অন্ন সেবা'র অনুষ্ঠান ৭ ডিসম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। 

7/9

বিয়ের আগে বিভিন্ন রীতি, আচার অনুষ্ঠানের জন্য সেজেগুজে তৈরি ইশা।

8/9

ইশা বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের উদয়পুরে বিভিন্ন আঞ্চলিক সঙ্গীতেরও আয়োজন করা হয়।

9/9

ইশার সঙ্গীত সেরিমনির জন্য সাজিয়ে তোলা হচ্ছে উদয়পুরের গ্র্যান্ড ওবেরয় হোটেল।