ISKCON Rath Yatra: করমণ্ডল-দুর্ঘটনায় মৃতদের জন্য শান্তি কামনা করে ৫২তম বছরে গড়াবে রথের চাকা...

ISKCON Rath Yatra in Kolkata: করমণ্ডল রেলদুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করবে ইস্কন। ইস্কন রথযাত্রায় এবার দ্বিগুণ ভক্ত সমাগমের সম্ভাবনা। অন্যান্য বার প্রায় ৮ লাখ ভক্তসমাগম হয়। এবার তা আনুমানিক ১৫ বা ১৬ লাখে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। (ছবি ও তথ্য অয়ন ঘোষাল)

| Jun 17, 2023, 16:44 PM IST

অয়ন ঘোষাল: চলে এল রথযাত্রার লগ্ন। আর দুদিন পরেই। প্রতি বছরের মতো এবছরও ইস্কন তাদের রথযাত্রার আয়োজনে মগ্ন। তাদের এবারের থিম-- 'মানসিক শান্তি'। করমণ্ডল রেলদুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় ১৯ তারিখ ভোরে বাহানাগা ইস্কন মন্দিরে বিশেষ শান্তি প্রার্থনা। অনেকে এবার পুরী যেতে পারছেন না। অনেক ট্রেন বাতিল হয়েছে। তাই ইস্কন রথযাত্রায় এবার দ্বিগুণ ভক্ত সমাগমের সম্ভাবনা। অন্যান্য বার আনুমানিক ৮ লাখ ভক্তসমাগম হয়। এবার তা আনুমানিক ১৫ বা ১৬ লাখে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

1/6

সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আগামি ২০ জুন বেলা ১ টায় রশি টেনে এবারের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   

2/6

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম

পুরীর বাইরে কলকাতার ইস্কন রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা।

3/6

সকালে পাহান্ডি বিজয়যাত্রা

২০ জুন রথের রশিতে আনুষ্ঠানিক টান পড়ার আগে সকাল ৮ টায় চিরাচরিত প্রথা মেনে পাহান্ডি বিজয়যাত্রা হবে। কলকাতা ইস্কন মন্দির থেকে বেরিয়ে একে একে রথে আসীন হবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। 

4/6

দুপুর দেড়টায় গড়াবে রথের চাকা

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক বেলা ১ টায় ডোনা গঙ্গোপাধ্যায় সম্প্রদায়ের নৃত্য পরিবেশন। এবং মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ইস্কন রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা। দুপুর দেড়টায় গড়াবে রথের চাকা। 

5/6

২০ জুন সোজা রথ

২০ জুন সোজা রথ। এদিন ইস্কন মন্দির থেকে বেরিয়ে যে-রুটে চলবে রথ-- মিন্টো পার্ক-অ্যালবার্ট রোড-হাঙ্গারফোর্ড স্ট্রিট-এ জে সি বোস রোড-শরৎ বসু রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথের মেলা ময়দান।

6/6

২৮ জুন উল্টোরথ

৮ দিন পরে ৯ দিনের মাথায় ২৮ জুন উল্টোরথ। এদিন বেলা ১ টায় শুরু রথযাত্রা। এদিন যে-রুটে গড়াবে রথের চাকা-- ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বেরিয়ে রথ চলবে আউট্রাম রোড-জহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং-এস এন ব্যানার্জি রোড-মৌলালি মোড়-সিআইটি রোড-সুরাওয়ার্দি অ্যাভেনিউ-পার্ক সার্কাস মোড়-শেক্সপিয়র সরণি-হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে অ্যালবার্ট রোডে।