ISRO on Ram Setu: অবশেষে অলৌকিক রাম সেতুর রহস্য উন্মোচন করলেন 'ইসরো'র বিজ্ঞানীরা! জানা গেল আশ্চর্য তথ্য...
ISRO Uncovers Ram Setu Secrets: একটি ট্রেনের কোচের মতো লম্বা সেতু। ডুবে জলের তলায়। কিন্তু সেতু তো থাকার কথা জলের উপরে। রাম সেতু সমুদ্রের নীচে কেন? রহস্য উন্মোচন করে আশ্চর্য অবাক করা সব তথ্য দিল 'ইসরো'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামায়ণের কাহিনি অনুসারে, শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বানরসেনার সাহায্যে সমুদ্রের উপর এই সেতু তৈরি করেছিলেন রাম। তবে, অনেকেই বলেন, রাম সেতু আসলে এক প্রাকৃতিক ভাবে তৈরি এক স্ট্রাকচার। এবার ইসরো এই সেতুর মানচিত্র তৈরি করল!
1/6
সেতুমানচিত্র
2/6
রামসেতু-রহস্য
photos
TRENDING NOW
3/6
সমুদ্রপৃষ্ঠে
4/6
সংকীর্ণ খাঁড়ি
5/6
ঝড়ের কবলে
6/6
রামেরই তৈরি সেতু?
কিন্তু, রামসেতু প্রাকৃতিকভাবে তৈরি না সেটি তৈরি করে রামের বানরসেনারা? সে বিষয়ে কী বলছেন বিজ্ঞানীরা? তাঁরা বলছেন, সেতুটি প্রাকৃতিকভাবেই তৈরি। রামসেতু আসলে ভারতের ধনুশকোডি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পর্যন্ত সমুদ্রের নীচে স্থলভাগেরই এক ধারাবাহিকতা। রাম সেতুর দুপাশে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা খুবই ঢেউ-খেলানো। অতি-অগভীর জলের মধ্যে আকস্মিক গভীর খাদও রয়েছে!
photos