'মানুষের কাজ করতে পদ লাগে না', দক্ষিণ কলকাতায় ছয়লাপ শুভেন্দুর পোস্টার

Dec 09, 2020, 10:17 AM IST
1/5

শুধু শহরতলি নয়, শহরেও শুভেন্দুর পোস্টার নিয়ে উত্তেজনা ছড়াল। উত্তর কলকাতা, গরিয়াহাট, গোলপার্ক, নিউ আলিপুরের পর এবার বেহালা চৌরাস্তা, বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ল। তাতে লেখা আছে 'মানুষের কাজ করতে গেলে কোন পদ লাগে না', 'আমরা দাদার অনুগামী'। শুধু তাই নয়, টলিগঞ্জ, করুণাময়ী মোড়, খিদিরপুর মোড়-সহ একাধিক জায়গায় পড়েছে এই পোস্টার।   

2/5

শুভেন্দুকে নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা চলছেই। এখনও স্পষ্ট নয় তাঁর রাজনৈতিক অবস্থান। তবে একের পর এক অরাজনৈতিক সভাও করে গিয়েছেন এরমধ্যে।   

3/5

প্রসঙ্গত, সোমবার শুভেন্দুর গর মেদিনীপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঞ্চে উপস্থিত ছিলেন না শুভেন্দু, ছিলেন না অধিকারী পরিবারের কেউই।   

4/5

এদিকে সেই সময়ে কলকাতায় রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিকেলের মধ্যেই তিনি শহরে পৌঁছে যান। কেন তিনি কলকাতায় এসেছেন, বার বার প্রশ্ন করা হলেও হলেও তা নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউ।   

5/5

বরং কায়দা করে এড়িয়ে গিয়েছেন শুভেন্দু এবং তাঁর অনুগামীরাও। সাংবাদিক বৈঠকের খবর ছড়ালেও তাতে জল পড়েছে। সব মিলিয়ে শুভেন্দুকে নিয়ে জল্পনা জিইয়েই রাখা হয়েছে।