আয় হয়নি-লাভ নেই, বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের কোপ এবার অ্যাকসেনচারে
Mar 23, 2023, 21:25 PM IST
1/5
বিপুল কর্মী ছাঁটাই অ্যাকসেনচারে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্য়াকসেনচার। বিশ্বজুড়ে ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যাকসেনচার।
2/5
বিপুল কর্মী ছাঁটাই অ্যাকসেনচারে
২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ভাগে সেভাবে আয় বৃদ্ধি না হওয়াতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যাকসেনচার। কোম্পানির তরফে এমটাই জানা যাচ্ছে।
3/5
বিপুল কর্মী ছাঁটাই অ্যাকসেনচারে
ইতিমধ্যেই খরচ কমাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে অ্যাকসেনচার। সংস্থার বিভিন্ন কাজকে পর্যালোচনা করে স্ট্রিমলাইন করা হচ্ছে। অফিসের জায়গা কীভাবে কমানো যায়, সেই বিষয়েও ভাবনাচিন্তা চলছে।
4/5
বিপুল কর্মী ছাঁটাই অ্যাকসেনচারে
প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, চলতি বছর এখনও পর্যন্ত ৫০৩টি তথ্যপ্রযুক্তি সংস্থা দেড় লাখ কর্মীকে ছাঁটাই করেছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই ১ লাখ প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন।
5/5
বিপুল কর্মী ছাঁটাই অ্যাকসেনচারে
আমাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স প্রভৃতি সংস্থা ব্যাপকভাবে ছাঁটাই করে। এখন আমাজন আরও ৯০০০, মেটা আরও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করবে বলে জানা গিয়েছে।