অস্ত্রোপচারে কিশোরীর গলা থেকে বেরল ১০টি সূচ

Jul 31, 2018, 19:53 PM IST
1/9

PIC 2

মঙ্গলবার এনআরএস-এ কৃষ্ণনগর অক্ষয় বিদ্যাপীঠের ছাত্রী অপরূপা বিশ্বাসের গলায় অস্ত্রোপচার করা হয়। তার গলায় আটকে ছিল ১০ টি সূচ। ডিজিট্যাল এক্স-রে করানোর পর চমকে যান চিকিত্সকরা!

2/9

PIC 3

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে ১০ টি সূচই বার করা সম্ভব হয়েছে।

3/9

PIC 4

প্রথম ধাপে ৭টি সূচ একসঙ্গে বার করা হয়। কিন্তু ৩টি সূচ গলার পেশির মধ্যে আটকে থাকায় কিছুটা বেগ পেতে হয় চিকিত্সকদের। 

4/9

PIC 5

৩ ঘণ্টা ৩০ মিনিট ধরে চলেছে অস্ত্রোপচার। ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত ৬ ইঞ্চি কাটা হয়। 

5/9

PIC 6

অপরূপার গলায় ৩০ টি সেলাই পড়েছে। তাকে অচৈতন্য করে চলে অস্ত্রোপচার।

6/9

PIC 7

সোমবার গলায় ব্যাথা নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হয় কৃষ্ণনগর অক্ষয় বিদ্যাপীঠের ছাত্রী অপরূপা বিশ্বাস।

7/9

PIC 8

জানা যায়, গত ন’দিন ধরে গলা ব্যাথায় ভুগছিল সে। ঠান্ডা লেগেছে বলে প্রথমে স্থানীয় চিকিত্সককে দেখান তাঁরা। কিন্তু তাতে সমাধান হয়নি। রবিবার স্কুল থেকে ফিরে বাড়িতে খেতে বসে অজ্ঞান হয়ে যায় অপরূপা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। সেখান থেকে তাকে এনআরএস-এ স্থানান্তরিত করা হয়।

8/9

PIC 9

অপরূপার গলার ডিজিট্যাল এক্স-রে করার পরই বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, গলায় বিঁধে রয়েছে ১০টি সূচ।

9/9

PIC 10

কিন্তু কারণ নিয়ে রয়েছে ধন্দ। মনে করা হচ্ছে, তিন বছর আগে প্রয়াত দাদার শোকেই এই কাজ করে থাকতে পারে সে। সূচকাণ্ডে উঠে আসছে তান্ত্রিক যোগের সম্ভাবনাও।