Weather Today: রাজ্যে আজ থেকে শুরু বৃষ্টি, পাল্লা দিয়ে বাড়ছে পারদ

Feb 03, 2022, 08:06 AM IST
1/5

শীতের বিদায় আসন্ন

winter is ending

বাড়তে শুরু করল দিন ও রাতের তাপমাত্রা । ২৭.২ ডিগ্রি থেকে বেড়ে কাল দিনের তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি। ১৭.৪ ডিগ্রি থেকে বেড়ে কাল রাতের তাপমাত্রা ১৯। এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শীতের বিদায় আসন্ন।

2/5

আজ শুরু বৃষ্টি

it will start raining today

রাজ্যে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর বঙ্গে হালকা বৃষ্টি এবং শুক্রবার মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। কিছু জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

3/5

দক্ষিনবঙ্গের আবহাওয়া

weather in the southern districts

দক্ষিনবঙ্গে বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলের জেলা, অর্থাৎ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং দুই বর্ধমানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ, কিছুটা বাঁকুড়া ও পুরুলিয়াতেও ভারি বৃষ্টি হতে পারে।

4/5

কলকাতার আবহাওয়া

weather in kolkata

কলকাতাতে শুক্রবার  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সরস্বতী পূজায় দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।  

5/5

কুয়াশায় আটকে বিমান

flight delayed due to fog

ঘন কুয়াশার কারণে শুক্রবার কলকাতা বিমানবন্দরের বিমান চলাচল সাময়িক সমস্যার সৃষ্টি হয়। দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে যাওয়ার যার ফলে বিমানবন্দরে কৃত্তিম আলো ব্যবহার করা হয়। বিমান বন্দর কতৃপক্ষ জানিয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।