বিশ্বের প্রথম সফল করোনার টিকা আবিষ্কারের দাবি ইতালির গবেষকদের!
|
May 06, 2020, 14:52 PM IST
1/5
করোনার টিকা
করোনার থাবায় তছনছ হয়ে গিয়েছে ইতালি। ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, বুধবার পর্যন্ত করোনায় ২৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে সে দেশে। সেই ইতালির গবেষকরাই দাবি করলেন, সফল ভাবে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক আবিষ্কারের!
2/5
করোনার টিকা
ইতালির গবেষকরা জানিয়েছেন, ইঁদুরের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি করার পর সেটি মানব কোষেও কাজ করেছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন।
photos
TRENDING NOW
3/5
করোনার টিকা
সায়েন্স টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ইতালির গবেষকরা জানিয়েছেন, ইঁদুরের শরীরে Covid-19-এর অ্যান্টিবডি তৈরি করার পর ওই অ্যান্টিবডি মানবকোষেও করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
4/5
করোনার টিকা
জানা গিয়েছে, করোনাভাইরাসের এই প্রতিষেধকটি শীঘ্রই বাজারে আনতে চলেছে ইতালির শীর্ষ ফার্মাসিটিক্যাল সংস্থা ‘টাকিস’।
5/5
করোনার টিকা
‘টাকিস’-এর সিইও লুইগি আরিসিচিও জানান, Covid-19-এর এই প্রতিষেধকই সবচেয়ে উন্নত এবং কার্যকরী। এটিই বিশ্বের প্রথম প্রতিষেধক যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তিনি জানান, শেষ পর্যায়ের গবেষণার কাজ চলছে এই প্রতিষেধকটি নিয়ে।