Jagaddhatri Puja: দেবীর আদেশ পেয়েই চন্দননগরের গঙ্গাপাড়ে সেদিন নৌকা থামালেন রাজা কৃষ্ণচন্দ্র...
Jagaddhatri Puja 2023: চন্দননগরে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজোর কমিটির অধীনে এখন ১৭৭টি পুজো হয়। তবে সব পুজোর মধ্যেও নজর কাড়ে রাজা কৃষ্ণচন্দ্রের পুজো।
বিধান সরকার: চন্দননগরে আজ, সোমবার হৈমন্তিকা দেবীর আরাধনা চলছে। সেজে উঠেছে অলিগলি রাজপথ। বহু মানুষের ভিড়। এহেন বিশাল আয়োজনের জগদ্ধাত্রী পুজোর সূচনা কী ভাবে হল, তা নিয়ে অবশ্য আছে নানা মত। চন্দননগরে বর্তমানে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজোর কমিটির অধীনে ১৭৭ টি পুজো হয়। তবে সব পুজোর মধ্যেও নজর কাড়ে রাজা কৃষ্ণচন্দ্রের পুজো।
1/7
কর বাকি
একবার মুর্শিদাবাদের নবাবের কাছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কর বাকি পড়ে। করবাবদ দেয় অর্থ নবাবকে দিতে রাজা অক্ষম হলে নবাব রাজাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যান। কারাবন্দী থাকায় সেবছর দুর্গাপুজো করতে পারেননি রাজা। কারাগার থেকে মুক্ত হওয়ার পরে বিজয়া দশমীর দিনে ফেরার পথে নৌকায় ঘুমিয়ে পড়েন এবং সিংহবাহনা এক দেবীর স্বপ্নাদেশ পান।
2/7
স্বপ্নাদেশমতো
photos
TRENDING NOW
3/7
চন্দননগরপাড়ে
4/7
দুই বন্ধু মিলে
5/7
'আদি মা'
6/7
ফলোপহার
7/7
ধুনোপোড়া-ছাগবলি
photos