Jagatdhatri Pujo 2024: শাড়ি পরে ঘোমটা টেনে সিঁদুর মাথায় জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা-ই! কারণ...

Jagatdhatri Pujo ritual: শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে মহিলাবেশে বরণ-ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। 

Nov 11, 2024, 17:14 PM IST
1/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

বিধান সরকার: প্রতিমা বরণ করেন পুরুষরা। তাও আবার মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে। ২৩২ বছর ধরে প্রাচীন এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে।   

2/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

কথিত আছে, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াত গোরা সৈনিকের দল।   

3/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

ফলে, ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সবসময়। এইসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। তাঁদের স্থান ছিল বাড়ির অন্দর মহলেই।   

4/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত।   

5/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

পরিবারের পুরুষরা মহিলাবেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। আজও অমলিন সেই প্রথা।   

6/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে মহিলাবেশে বরণ-ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে রাস্তা পাড়ি দেয় শোভাযাত্রা।   

7/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন।   

8/8

মহিলাবেশী পুরুষদের জগদ্ধাত্রী বরণ...

পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আছে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি। তবে রীতিনীতিতে কোনও পরিবর্তন হয়নি।