Krishna Janmashtami 2024: জেনে নিন, আজ কখন পড়ছে তিথি, কখন পুজোর শুভ মুহূর্ত, কখন শুরু নিশীথমুহূর্ত...

Krishna Janmashtami 2024: জন্মাষ্টমী সারা ভারতের এক অতি বড় মাপের উৎসব। সারা দেশের হিন্দুদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব এটি।

| Aug 26, 2024, 13:05 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মাষ্টমী সারা ভারতের এক অতি বড় মাপের উৎসব। সারা দেশের হিন্দুদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব এটি। কৃষ্ণের জন্ম ভারতীয় পুরাণে এক বহুচর্চিত বিষয়। শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণুর অন্যতম অবতার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম। সেই দিনক্ষণতিথি মেনেই যুগ যুগ ধরে চলছে তাঁর পুজো-আরাধনা।

1/6

কখন তিথি, কখন পুজো

আজ, ২৬ অগাস্ট সোমবার সেই জন্মাষ্টমী তিথি। তিথি পড়েছে ভোররাত ৩টে ৩৯ মিনিটে।

2/6

অষ্টমী তিথি

পরদিন, ২৭ অগাস্ট মঙ্গলবার জন্মাষ্টমী তিথি ছাড়ছে রাত ২টো ১৯ মিনিটে।

3/6

কৃষ্ণের জন্মক্ষণ

তবে কৃষ্ণের জন্মক্ষণের কিছু নির্দিষ্টতা আছে। ২৬ অগাস্ট শুরু হচ্ছে বিকেল ৩টে ৫৫ মিনিটে। এই তিথি শেষ হচ্ছে বিকেল ৩টে ৩৮ মিনিটে।

4/6

নিশীথপুজো

নিশীথপুজোর সময় হল-- আজ রাত ১২টা ০১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট।

5/6

মধ্যরাতের শুভ মুহূর্ত

মধ্যরাতেও একটা শুভ মুহূর্তের নির্দেশ রয়েছে। সেটা হল রাত ১২টা ২৩ মিনিট।  

6/6

৫২৫১

'ওম নম ভাগবতে বাসুদেবায়'-- এই মন্ত্র জন্মাষ্টমীর দিন অবশ্যই উচ্চারণ করতে হয়। এই মন্ত্র ছাড়া পুজো হয় না শ্রীকৃষ্ণের। এ বছরটি শ্রীকৃষ্ণের কত তম জন্মবর্ষ জানেন? বলা হচ্ছে, বছরটি শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মবছর!