আর কোনও বিদেশি নেতা কল্কে পাননি, মোদীকে এই বিরল সম্মান জাপানি প্রধানমন্ত্রীর

Oct 28, 2018, 17:38 PM IST
1/14

মোদীকে বিরল সম্মান!

modi_14

বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের সঙ্গে সাধারণত সরকারি আবাসেই বৈঠকের রীতি। সেই রীতি ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী।

2/14

মোদীকে বিরল সম্মান!

modi_13

নিজের বিশ্বস্ত বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাড়িতে আপ্যায়ন করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নজিরবিহীন এই সৌজন্য বরাদ্দ থাকল প্রথম কোনও রাষ্ট্রনেতার জন্য। 

3/14

মোদীকে বিরল সম্মান!

modi_12

কাওয়াগুচি লেকের পাশে নিজের ভিলায় মোদীকে স্বাগত জানালেন শিনজো আবে। 

4/14

মোদীকে বিরল সম্মান!

modi_11

কেন শিনজো আবের এই আপ্যায়ন ব্যতিক্রমী? কারণ, এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন শিনজো আবে।   

5/14

মোদীকে বিরল সম্মান!

modi_10

এদিন তার আগে হোটেল মাউন্ট ফুজিতে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে স্বাগত জানান শিনজো আবার। 

6/14

মোদীকে বিরল সম্মান!

modi_9

৪ বছরে এটা দুই নেতার দ্বাদশ সাক্ষাত্। 

7/14

মোদীকে বিরল সম্মান!

modi_8

মোদী ও আবের উষ্ণ আলিঙ্গনই বলে দিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে কতটা গুরুত্ব দিচ্ছে জাপান। 

8/14

মোদীকে বিরল সম্মান!

modi_7

মোদীকে সঙ্গে নিয়ে বাগানেও গেলেন শিনজো আবে।

9/14

মোদীকে বিরল সম্মান!

modi_6

গালিচায় দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুললেন মোদী-আবে।

10/14

মোদীকে বিরল সম্মান!

modi_5

করমর্দনরত ছবি। 

11/14

মোদীকে বিরল সম্মান!

modi_4

মোদীকে বাগান ঘুরিয়ে দেখাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। 

12/14

মোদীকে বিরল সম্মান!

modi_3

বিশ্বের অন্যতম বৃহত্ শিল্পের রোবট নির্মাণকারী সংস্থা ফানুক কর্পোরেশনে গিয়ে বৈঠক করলেন মোদী।  

13/14

মোদীকে বিরল সম্মান!

modi_2

মোদীকে ব্যবসার খুঁটিনাটি বোঝাচ্ছেন ফানুকের এক কর্তা। 

14/14

মোদীকে বিরল সম্মান!

modi_1

রোবট নির্মাণ কারখানা ঘুরে দেখলেন মোদী।