Japanese princess Mako: ভালবাসার টানে! রাজপরিবার ছেড়ে সাধারণ চাকুরিজীবীকে বিয়ে জাপানের রাজকন্যার

Sun, 03 Oct 2021-12:27 pm,

রূপকথার গল্প বলে রাজকুমারীর বিয়ে মানেই সে এক জাঁকজমক সমারোহ৷ রাজপুত্র আসেন ঘোড়ায় চড়ে। বিয়ে তো নয় সে হয়ে ওঠে রূপকথাই। যদিও জাপানের রাজকুমারী মাকো সে পথে হাঁটতে নারাজ। তার পছন্দ কোনও রাজপুত্র নয়, বরং সে দেশের একজন সাধারণ নাগরিক এবং একসময়ের স্কুলের বন্ধুর গলায় বরমাল্য দিতে চান রাজকুমারী। 

সংবাদমাধ্যম সূত্রের খবর, রাজকন্যা তাঁর সহপাঠী কোমুরোকে বিয়ে করছেন চলতি বছরের ২৬ অক্টোবর। ২০১৭ সালে তাঁদের বাগদানও সম্পন্ন হয়। ২০১৮তেই চার হাত এক হওয়ার কথা ছিল। 

কিন্তু কোমুরোর পরিবার একটি অর্থনৈতিক মামলায় জড়িয়ে রয়েছে এমনটা শোনা যায় সংবাদমাধ্যম সূত্রে। সেই কারণে পিছিয়ে যায় বিয়ে। 

জানা গিয়েছে বিয়ের পর রাজপরিবারের পদমর্যাদা হারাতে হবে রাজকুমারীকে। বিয়ের পর নবদম্পতি আমেরিকা চলে যাবেন। রাজপরিবারের সুখ ঐশ্বর্য ছেড়ে সাধারণ জীবনযাপন করবেন তিনি। 

পাত্র কোমুরো টোকিওয় একটি ল’ফার্মে সাধারণ কেরানির চাকরি করেন।২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরই পরিচয় হয় প্রিন্সেস ও কেই কোমুরোর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link