Omicron: প্লাস্টিক থেকেই দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ওমিক্রন রুখতে কী পরামর্শ দিচ্ছেন গবেষকরা?

Jan 27, 2022, 17:00 PM IST
1/6

কেন ওমিক্রন বেশি সংক্রামক?

Omicron

নিজস্ব প্রতিবেদন: করোনার (Coronavirus) নয়া প্রজাতী ওমিক্রন (Omicron) কতক্ষণ জীবিত থাকে? আলফা, বিটা, গামা এবং ডেল্টার থেকে কেন ওমিক্রন (Omicron) বেশি সংক্রামক? নয়া পরীক্ষায় এই সমস্ত প্রশ্নের উত্তর পেলেন জাপানের গবেষকরা। 

2/6

ত্বক এবং প্লাস্টিকে কতক্ষণ বাঁচে ওমিক্রন?

Omicron sustains on skin and plastic

WION ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে জাপানের গবেষকদের পরীক্ষা থেকে পাওয়া তথ্য। যাতে মিলেছে চাঞ্চল্যকর উত্তর। জানা গিয়েছে, ত্বক এবং প্লাস্টিকে দীর্ঘক্ষণ বেঁচে থাকে করোনার (Coronavirus) নয়া প্রজাতী ওমিক্রন (Omicron)।

3/6

করোনার বিভিন্ন স্ট্রেন প্লাস্টিকে কতক্ষণ বাঁচে?

Corona strains sustains on plastic

গবেষক দল জানিয়েছে, করোনা ভাইরাসের আসল স্ট্রেনটি প্লাস্টিকের উপর ৫৬ ঘণ্টা বাঁচে। আলফা স্ট্রেন ১৯১.৩ ঘণ্টা, বিটা স্ট্রেন ১৫৬.৬ ঘণ্টা, গামা স্ট্রেন ৫৯.৩ ঘণ্টা এবং ডেল্টা স্ট্রেন ১১৪ ঘণ্টা বাঁচে।

4/6

করোনার বিভিন্ন স্ট্রেন ত্বকে কতক্ষণ বাঁচে?

Corona strains sustains on skin

করোনা ভাইরাসের আসল স্ট্রেনটি ত্বকের উপর ৮.৬ ঘণ্টা বাঁচে। আলফা স্ট্রেন ১৯.৬ ঘণ্টা, বিটা স্ট্রেন ১৯.১ ঘণ্টা, গামা স্ট্রেন ১১ ঘণ্টা এবং ডেল্টা স্ট্রেন ১৬.৮ ঘণ্টা বাঁচে।

5/6

সবার চেয়ে এগিয়ে ওমিক্রন

Omicron sustains most

কিন্তু সবার চেয়ে এগিয়ে ওমিক্রন (Omicron)।  করোনার এই নয়া প্রজাতী ত্বকে ২১ ঘণ্টার বেশি এবং প্লাস্টিকে ৮ দিনের বেশি বেঁচে থাকতে পারে।  

6/6

করোনা রুখতে স্যানিটাইজার

Sanitizer

করোনা রুখতে স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।