Jio-র এক রিচার্জে নিশ্চিন্ত থাকুন সারা বছর, সঙ্গে পান ৭৩০ জিবি হাইস্পিড ডেটা!

| May 10, 2020, 12:03 PM IST
1/5

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

নতুন বার্ষিক ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্ল্যান আনল Jio। এক রিচার্জেই নিশ্চিন্ত থাকুন টানা এক বছর।

2/5

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

গত ফেব্রুয়ারিতেই ২,১২১ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে আসে Jio। এই প্ল্যানের মেয়াদ ছিল ৩৩৬ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা পেতেন। ২,১২১ টাকা প্রিপেড প্ল্যানকেই আপডেট করে নতুন ২,৩৯৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio।

3/5

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র এই আপডেটেড বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম আগের চেয়ে ২৭৮ টাকা বেশি হলেও এই প্ল্যানে আগের চেয়ে ২৯ দিন বেশি ভ্যালিডিটি আর ২২৬ জিবি অতিরিক্ত হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকরা।

4/5

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র এই ২,৩৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ৭৩০ জিবি ডেটা) পাবেন গ্রাহকরা। এর সঙ্গেই ৩৬৫ দিনের জন্য মিলবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

5/5

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

Jio-র বার্ষিক রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের সঙ্গে প্রয়োজন মতো দিয়ে ডেটার পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন Jio গ্রাহকরা। এর জন্য রয়েছে তিনটি অ্যাড-অন প্যাক, ১৫১ টাকা, ২০১ টাকা এবং ২৫১ টাকার অতিরিক্ত ডেটা প্যাক। এগুলির সাহায্যে যথাক্রমে ৩০, ৪০ ও ৫০ জিবি পর্যন্ত ডেটা অ্যাড-অন করতে পারবেন Jio গ্রাহকরা।