সুখের দিন শেষ, এবার Jio থেকে কল করতে প্রতি মিনিটে খসবে গাঁটের কড়ি

Oct 09, 2019, 19:13 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ফুরোতে চলেছে জিও মোবাইলে বিনামূল্যে কলের দিন। এবার জিও নম্বর থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে গ্রাহককে খসাতে হবে গাঁটের কড়ি। থাকছে টপ-আপ রিচার্জও।   

2/7

জিও নম্বর থেকে ভোডাফোন বা এয়ারটেলে কল করলে এবার প্রতি মিনিটে কাটা যাবে ৬ পয়সা। 

3/7

তবে জিও থেকে জিও নম্বরে কল করলে কোনও চার্জ লাগবে না। পোস্টপেইড গ্রাহকদেরও ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। বিলে যুক্ত হয়ে যাবে কল চার্জ।   

4/7

কেন চার্জ লাগছে? জিও বিবৃতিতে জানিয়েছে, গত ৩ বছরে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ দিতে সংস্থার খরচ হয়েছে ১৩,৫০০ কোটি।

5/7

বলে রাখি, জিও ফোর জি পরিষেবা চালু হওয়ার পর প্রথম ৬ মাস বিনামূল্যে পরিষেবা নিয়েছিলেন গ্রাহকরা। পরে নির্দিষ্ট অঙ্কের রিচার্জে বিনামূল্যে কল পরিষেবা দিতে শুরু করে জিও। এখনও ৩৯৯ টাকার রিচার্জে ৮৪ দিন বিনামূল্যে কল ও প্রতিদিন মেলে ১.৫ জিবি ডেটা। 

6/7

বলে রাখি, ২০১৭ সালে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ ১৪ পয়সা থেকে কমিয়ে ৬ পয়সা করে ট্রাই। ২০২০ সালের মধ্যে তা শূন্য করে দেওয়ার আবেদন করেছে জিও।

7/7

৩৫ কোটি গ্রাহককে জিও আশ্বস্ত করেছে, ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ ট্রাই তুলে দেওয়া পর্যন্ত প্রতি মিনিটে ৬ পয়সা চার্জ নেওয়া হবে। ততদিন ট্রাইয়ের নিয়ম মেনে চলবে সংস্থা।