আর্থিক সংকট চরমে, এই ক্ষেত্রগুলিতে হয়েছে লক্ষাধিক ছাঁটাই, এবার শঙ্কায় আইটি

Nov 29, 2019, 22:23 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: গত ৬ বছরে সর্বনিম্ন পৌঁছে গিয়েছে দেশে দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৪.৫%। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মী ছাঁটাই।     

2/6

২০১৪ সালে লোকসভা ভোটের প্রচারে ফি বছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু কর্মসংস্থানে বাজার নিম্নমুখী। উল্টে ৪৫ বছরে বেকারত্ব ছুঁয়েছে সর্বোচ্চ ঘরে। মোদীর জমানায় বেকারত্বের হার ৬.১ শতাংশ।

3/6

AIMO-র তথ্য বলছে, ২০১৪ সাল থেকে উত্পাদন ক্ষেত্রে এখনও পর্যন্ত কর্মী ছাঁটাই হয়েছে ৩৫ লক্ষ। 

4/6

৭৫,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা VSNL। 

5/6

চলতি বছরের এপ্রিল থেকে অটো সেক্টরে কাজ হারিয়েছেন ৩ লক্ষ মানুষ। 

6/6

নতুন করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৪০ লক্ষ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।