সচিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ছোট্ট মেয়ে সামাইরাকে কীভাবে বলেছিলেন জুহি?

May 16, 2020, 20:45 PM IST
1/10

একসময়ের টেলিভিশনের অন্যতম জুটি জুহি পারমার ও সচিন শ্রফ। ব্যক্তিগত জীবনেও সাতপাকে বাঁধা পড়েছিলেন। ২০১৮ সালে বিবাহ-বিচ্ছেদন হয় সচিন ও জুহির।

2/10

সচিন ও জুহির একটি মেয়েও রয়েছে। নাম সামাইরা। সচিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা মেয়ে সামাইরাকে কীভাবে বলেছিলেন জুহি?

3/10

সচিনের (সামাইরার বাবা) সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ছোট্ট মেয়ে সামাইরাকে বলা মোটেও সহজ ছিল না। 

4/10

দীর্ঘ ৮ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে গিয়েছিল জুহির। মেয়েকে সেকথা কীভাবে জানিয়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন জুহি। 

5/10

জুহির কথায়, ''সামাইরা শিশু হলেও ও যথেষ্ঠ বোঝে। ও কখনও আমায় কোনও প্রশ্ন করে অপ্রস্তুত করেনি। ''

6/10

জুহি জানিয়েছেন, ''পুরো বিষয়টি আমি রূপকথার গল্পের আকারে সামাইরাকে বলি। ও বুঝতে পেরেছিল, রাজ্যকন্যা কীভাবে সুখী জীবনযাপন করে, আবার এটাও বুঝেছিল এটাই বাস্তব।''

7/10

জুহির কথায়, ''ও বুঝেছিল আমি ওকে একাই বড় করছি। যদিও একা বড় করছি বললে ভুল হবে। আমার বাবা-মাও ওকে বড় করতে সাহায্য করছেন। আমার বাবা-মা ওর সবসময় খেয়াল রাখেন। ''

8/10

জুহির আরও জানিয়েছেন, ''সচিনের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ হলেও ও ওর মেয়ের সঙ্গে দেখা করতে আসে। ফোনে সবসময় কথা বলে। সামাইরা যখন চায় ওর বাবার সঙ্গে কথা বলতে পারে। ''

9/10

জুহির কথায়, ''সচিনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হলেও আমরা এখনও খুব ভালো বন্ধু। আমাদের একে অপরের প্রতি আর অভিযোগ নেই।''

10/10

জুহির বলেন, ''এটাও ঠিক যে যখন যেমন পরিস্থিতি, তখন ঠিক তেমনটাই ঘটে। আর আমরা দুজনে এখন সব পরিস্থিতির উর্ধ্বে গিয়ে সুখী।''