1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
বিচারপতি সেন তাঁর রায়ে লেখেন, '১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। সেই মতো পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছে। ভারতকেও হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত।' বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, 'ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা উচিত নয়। আমার মনে হয় এই পরিস্থিতির গুরুত্ব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই বুঝতে পারেন। ভারতের ইসলামিকরণ রুখতে তাঁর উপযুক্ত পদক্ষেপ করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁকে সমর্থন করা উচিত।'
6/7
7/7
আত্মপক্ষসমর্থনে বিচারপতি সেনের ব্যাখ্যা, ''আমাদের সংবিধানের অন্যতম মৌলিক কাঠামো হল ধর্মনিরপেক্ষতা। ধর্ম, জাতি, সম্প্রদায় ও ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করা উচিত নয়। ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনও মন্তব্য নেই। ইতিহাস তুলে ধরেছি। কেউ ইতিহাস বদলাতে পারবে না''। ইতিহাস বলতে ধর্মের ভিত্তিতে দেশভাগকেই বোঝাতে চেয়েছেন বিচারপতি সেন।
photos