Home Image: 
জামাইবাবু অজয়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিদি কাজলের কাছে কেক চাইলেন তনিশা
Domain: 
Bengali
Home Title: 

জামাইবাবু অজয়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিদি কাজলের কাছে কেক চাইলেন তনিশা

English Title: 
Kajol's Sister, Tanisha Mukerji Wishes Her 'Superhero' Brother-In-Law, Ajay Devgn On 51st Birthday
Slide Photos: 

তবে শুধু তনিশাই নন, অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকেই। (ছবি ইনস্টাগ্রাম)

সোনাক্ষী ও অজয়ের সঙ্গে ছবিটি শেয়ার করেন তনিশা মুখোপাধ্যায়।

এই ছবিটিও শেয়ার করেন তনিশা। (ছবি ইনস্টাগ্রাম)

অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বোনঝি নাইসা ও  অজয়ের সঙ্গে পুরনো ছবিটি পোস্ট করেন তনিশা। (ছবি-ইনস্টাগ্রাম)

শুধু অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোই নয়, কাজল-অজয়ের কাছে কেকও চেয়েছেন তনিশা। উত্তরে বোনকে ভার্চুয়ালি কেক পাঠিয়েছেন কাজল। উত্তর দিতে ভোলেননি তনিশাও। বলেছেন এই বেশ ভালো, এতে অন্তত ওজন বাড়বে না। (ছবি-ইনস্টাগ্রাম)

জামাইবাবু অজয়ের জন্মদিনে তাঁর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে কাজলের বোন তনিশা মুখোপাধ্যায় লিখেছেন, ''শুভ জন্মদিন জয়, কোয়ারেন্টাইন অবস্থায় জন্মদিন ভালো কাটুক। আমার দেখা মজার, বড় হৃদয়ের, দায়িত্ববান, ভালো বাবা, ভীষণ মজার ও পার্টি করতে ভালোবাসা একজন মানষ। যদিও পার্টিটা করা যাচ্ছে না। আমার সুপার হিরো জামাইবাবু।'' (ছবি-ইনস্টাগ্রাম)

করোনার প্রকোপ রুখতে দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থাতেই নিজের ৫১তম জন্মদিন সেলিব্রেট করছেন অজয় দেবগণ। (ছবি-ফাইল চিত্র)

Publish Later: 
No
Publish At: 
Thursday, April 2, 2020 - 19:53
Mobile Title: 
জামাইবাবু অজয়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিদি কাজলের কাছে কেক চাইলেন তনিশা
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami