ধেয়ে আসছে কালবৈশাখী, মেদিনীপুর, খড়গপুরে কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঝড়-বৃষ্টি
Apr 17, 2019, 13:07 PM IST
1/4
মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে কালবৈশাখী। ঝড়বৃষ্টি হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়। কিন্তু বঞ্চিতই থেকে গিয়েছে পশ্চিমের জেলাগুলি। বুধবার বেলা বাড়তেই আক্ষেপ মিটতে চলেছে তাদের।
2/4
রেডার চিত্র অনুসারে কিছুক্ষণের মধ্যেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শুরু হতে চলেছে কালবৈশাখী। সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার রাতেই কালবৈশাখী বয়ে গিয়েছে গোটা উত্তরবঙ্গের ওপর দিয়ে। ঝড়ে শিলিগুড়ি শহরে বেশ কিছু টিনের চালের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে ডুয়ার্স থেকেও। তবে প্রাণহানির কোনও খবর নেই।