kalipuja 2023: জিভ কাটেননি এই কালী, পদতলে তাঁর ইতালির শাঁখ! পায়ের নিচ থেকে শিব উধাও কেন?...
kalipuja in Bardhaman: ধর্মপ্রাণা স্ত্রীর মন জোগাতেই রাজা মহতাব চাঁদ রাজবাড়ির বর্ধমানের মিঠাপুকুর এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বরী মন্দির। পরবর্তীতে এই মন্দিরেরই নামকরণ হয় 'সোনার কালীবাড়ি'।
পার্থ চৌধুরী: ধর্মপ্রাণা স্ত্রীর মন জোগাতেই রাজা মহতাব চাঁদ রাজবাড়ির বর্ধমানের মিঠাপুকুর এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বরী মন্দির। পরবর্তী কালে এই মন্দিরেরই নামকরণ হয় 'সোনার কালীবাড়ি'। বর্ধমান রাজপরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সোনার কালীবাড়ি। ১৮৯৯ সালে এই সোনার কালীবাড়ির প্রতিষ্ঠা হয়। ভক্তেরা এই কালীকে সোনারকালী বলে ডাকেন।
1/7
সোনার কালীবাড়ি
2/7
ইতালির শাঁখ
photos
TRENDING NOW
3/7
ভয়ংকরা
4/7
প্রবেশপথে
5/7
প্রাচীন নহবতখানা
6/7
পশুবলি বন্ধ
photos