শক্তিপীঠ ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজোয় রয়েছে 'বিশেষত্ব', জানালেন পুরোহিত

Nov 14, 2020, 15:48 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : অন্যতম শক্তিপীঠ ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির। মন্দির সাজানো হয়েছে আলোর মালায়।   

2/6

ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজোর বিশেষত্ব হল, এখানে দুটি পুজো হয়। একটি হল নিত্যপুজো, দ্বিতীয়টি দীপাবলি উপলক্ষে শ্যামা পুজো।

3/6

প্রতিবছর দীপাবলিতে এখানে মেলা বলে। বড় উত্সব হয়। তবে এবার শ্যামাপুজো উপলক্ষে মেলা নেই।   

4/6

আদালতের নির্দেশে এবছর বন্ধ রয়েছে পাঠা বলিও। করোনা বিধি মেনেই হচ্ছে পুজো। 

5/6

ভক্তের আগমন হলেও, অন্যান্যবারের তুলনায় এবার অনেকটাই ভিড় কম এবার ত্রিপুরেশ্বরী মন্দিরে।  

6/6

করোনার কারণে এবছর ভক্তদের চরণামৃতও দেওয়া হচ্ছে না। জানিয়েছেন মন্দিরের পুরোহিত গোপাল ভট্টাচার্য।