ফুলে ঢাকা শরীর, অন্তঃসত্ত্বা অবস্থার নতুন ছবি পোস্ট কালকির

Feb 17, 2020, 19:18 PM IST
1/8

অন্তঃসত্ত্বা থাকাকালীন মাঝে মধ্যেই বিভিন্ন ছবি শেয়ার করে এসেছেন অভিনেত্রী কল্কি কেঁকলা। (ছবি-ইনস্টাগ্রাম)

2/8

সম্প্রতি অন্তঃসত্ত্বা থাকাকালীন ফুল দিয়ে শরীর ঢেকে ফটোশ্যুটের নতুন ছবি শেয়ার করেছেন কল্কি। (ছবি-ইনস্টাগ্রাম)

3/8

সম্প্রতি মা হওয়ার পর প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে মেয়ের ছবিও শেয়ার করেছেন কল্কি। (ছবি-ইনস্টাগ্রাম)

4/8

আবার ওয়াটার বার্থ-এর মাধ্যমে প্রসবের ছবিও পোস্ট করেন কল্কি।  (ছবি-ইনস্টাগ্রাম)

5/8

জানা যাচ্ছে, সিজারিয়ান নয়, স্বাভাবিক প্রসবের (Water Birth) মাধ্যমেই মা হয়েছেন কল্কি।  (ছবি-ইনস্টাগ্রাম)

6/8

এর আগে বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছিলেন কল্কি কেঁকলা। (ছবি-ইনস্টাগ্রাম)

7/8

প্রসঙ্গত, পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক। (ছবি-ইনস্টাগ্রাম)

8/8

কল্কির কথায়, 'আমি আর গাই হয়ত আরও এক কিংবা দুবছর পর বাবা-মা হতে চাইতাম। তবে সন্তানসম্ভবা হয়ে পড়ার পর আমরা এই সন্তানকে পৃথিবীতে আনতেই চেয়েছিলাম।' তবে মা হওয়ার ৫ মাস কাউকে বিষয়টি তিনি বুঝতে দিতে চাননি বলেই জানিয়েছিলেন কল্কি। (ছবি-ইনস্টাগ্রাম)