Kalpataru Diwas 2022: কল্পতরু দিবসে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা, ভক্তশূন্য কাশীপুর উদ্যানবাটি

Jan 01, 2022, 08:42 AM IST
1/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

আজ কল্পতরু উৎসব। আজকের দিনেই কল্পতরু হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব।  উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি সূচনা হয় এই উৎসবের। 

2/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা।২০২২ এ ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব।

3/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

তবে বিশেষ পুজা-সহ অন্যান্য অনুষ্ঠান দেখা যাবে অনলাইনে। বিস্তারিত জানতে চোখ রাখুন www.rkmcudyanbati.org -এ। 

4/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

করোনা অতিমারীর কারণে ২০২১ সালেও কাশীপুর উদ্যানবাটির উৎসবে সামিল ছিলেন সাধারণ মানুষ। এবার কল্পতরু উত্সবের দিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষেধ। 

5/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

অন্যদিকে, বেলুড় মঠের তরফে আগেই সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ জানিয়ে দিয়েছিলেন, ভিড় এড়াতে ১-৪ জানুয়ারি বন্ধ থাকবে মঠ।

6/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

তবে ২০২২ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি।   সে নিয়ে প্রস্তুতি তুঙ্গে বেলুড় মঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশ নিতে পারেন বলে খবর সূত্রের।

7/7

কল্পতরু দিবস

Kalpataru Diwas 2022

প্রসঙ্গত, বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসব উপলক্ষ্যে পঞ্চবটী উদ্যান  ঘিরে মেলাও বসে। তবে করোনার চোখরাঙানিতে বন্ধ সে সব।