অ্যাসিডে পোড়া মুখ দেখে বাবা-মা অজ্ঞান হয়ে যান, কঙ্গনাই ক্ষত সারিয়েছেন, বললেন রঙ্গোলি

Jan 23, 2020, 11:50 AM IST
1/6

মাত্র ১৯ বছর বয়সে অ্য়াসিড হামলা চালানো হয় তাঁর উপর। অ্যাসিডে ঝলসে যায় গোটা মুখ। তখন কঙ্গনাই তাঁর পাশে এসে দাঁড়ান। এবার বোনের বিষয়ে এভাবেই মুখ খুললেন বলিউড অভিনেত্রীর দিদি রঙ্গোলি চান্দেল 

2/6

রঙ্গোলি জানান, ১৯ বছর বয়সে যখন তাঁর অ্য়াসিডে পোড়া মুখ দেখে, বাবা-মা অজ্ঞান হয়ে যান। তাঁরা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দিদিকে সারিয়ে তোলার জেদ ধরে বসেন কঙ্গনা 

3/6

দিদির চিকিতসার জন্য মাত্র ১৮ বছর বয়স থেকে উদয়াস্ত পরিশ্রম শুরু করেন কঙ্গনা। দিদির চেহারা দেকে, তাঁর কোলে মুখ লুকিয়ে কাঁদতেন তিনি। এরপর অল্প অল্প করে টাকা জমিয়ে দিদির সার্জারি করান বলেও জানান রঙ্গোলি 

4/6

রঙ্গোলি চান্দেল আরও বলেন, কঙ্গনা (ছোটু) তাঁর জন্য যা করেছেন, তার ঋণ কোনওদিন শোধ করতে পারবেন না তিনি। কঙ্গনাই একমাত্র মানুষ, যিনি কখনও রঙ্গোলিকে ছেড়ে যাননি বলেও জানান অভিনেত্রীর দিদি

5/6

সম্প্রতি অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা তৈরি করেন দীপিকা পাডুকন। অ্যাসিড আক্রান্তের জীবন নিয়ে সিনেমা তৈরি করায় দীপিকাকে ধন্য়বাদ জানান রঙ্গোলি এবং কঙ্গনা দুজনেই 

6/6

যদিও অ্যাসিড আক্রান্তদের নিয়ে টিকটিক চ্যালেঞ্জ করায়, দীপিকার উপর ক্ষেপে যান কঙ্গনা। এর জন্য দীপিকাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন বলিউড অভিনেত্রী