দু` মাস আগে ইউনিট খুলেই প্রেসিডেন্সি ছাত্র সংসদ নির্বাচনে জয় ছিনিয়ে নিল কানহাইয়া কুমারের AISF
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় : মাত্র মাস দুয়েক আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইউনিট খুলেই জয় ছিনিয়ে নিল কানহাইয়া কুমারের দল এআইএসএফ।
২ বছর পর আজ আজ প্রেসিডেন্সিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এবার ছাত্র সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত ছিল আইসি ও এসএফআই-এর মধ্যে।
কিন্তু, তার মধ্যেই জয় ছিনিয়ে নিল কানাহাইয়া কুমারের দল। মাত্র ২ মাস আগে ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইউনিট খোলে এআইএসএফ।
ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৭টি আসনে প্রার্থী দিয়েছিল এআইএসএফ। তার মধ্যে এখনও ২টো আসনে জিতেছে তাঁরা। এছাড়া জেনারেল পোস্টে জিএস ও এজিএস পদেও প্রার্থী দিয়েছে এআইএসএফ।
কিন্তু ২ মাস আগে ইউনিট খুলেই সাফল্য? কারণ কী? এআইএসএফ ইউনিটের সদস্যরা বলছেন, "রাজ্য ও দেশ যেভাবে চলছে, তার প্রতিবাদ জানিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে পৌঁছে গিয়েছিলাম। আমাদের বক্তব্যে পড়ুয়াদের সমর্থন মিলেছে।"