বিপাশার হোয়াইট ওয়েডিং! এই বিয়েতে পাত্র কে?

Jan 16, 2020, 17:39 PM IST
1/6

২০১৬-র ৩০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। তবে এবার ফের একবার প্রকাশ্যে এল বিপাশা-বিয়ের ছবি। তবে এবারও বিপাশার পাত্র কিন্তু বদল হয়নি।  (ছবি-ইনস্টাগ্রাম)

2/6

করণ সিং গ্রোভারের সঙ্গেই বিপাশার হোয়াইট ওয়েডিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিপাশা নিজেই।  (ছবি-ইনস্টাগ্রাম)

3/6

বিপাশা-করণের হোয়াইট ওয়েডিং-এর ছবি ইতিমধ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। (ছবি-ইনস্টাগ্রাম)

4/6

তবে আসল সত্যিটা হল বিপাশা-করণ হোয়াইট ওয়েডিং কিন্তু শুধুমাত্র ফটোশ্যুটের জন্যই করেছেন। (ছবি-ইনস্টাগ্রাম)

5/6

ছবিতে বিপাশাকে ভালোবাসার চুম্বর করণ সিং গ্রোভারের। (ছবি-ইনস্টাগ্রাম)

6/6

ছবিতে বিপাশাকে ভালোবাসার চুম্বর করণ সিং গ্রোভারের। (ছবি-ইনস্টাগ্রাম)