গাঢ় নীল রঙের পোশাক, বেবি বাম্প নিয়ে একের পর এক পোজ, ফটোশ্যুটে Kareena Kapoor Khan

Thu, 17 Dec 2020-1:05 pm,

২০ ডিসেম্বর ৩ বছরে পড়বে তৈমুর আলি খান। তৈমুর ৩ বছর পার করার পর দ্বিতীয় সন্তানের আগমন ঘটবে করিনা কাপুর খান এবং সইফ আলি খানের জীবনে। যা নিয়ে ইতিমধ্যেই পেজ থ্রির পাতায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে 

করিনা কবে দ্বিতীয়বার মা হচ্ছেন, তা জানার জন্য বেবোর ভক্ত এবং অনুরাগীরা উৎসুক হয়ে রয়েছেন। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেও, তাঁর কাজের কোনও ঘাটতি নেই এই সময়ে।

তৈমুরের জন্মের আগেও যেমন করিনা একের পর এক ফটোশ্যুট, সিনেমার শ্যুটিং করেছেন, তেমনি দ্বিতীয় সন্তান আসার আগেও বিভিন্ন কাজ করে যাচ্ছেন 

অন্তঃসত্ত্বা অবস্থায় কখনও লাল সিং চাড্ডার শ্যুটিং করেন করিনা কাপুর থান আবার কখনও ব্যস্ত হয়ে পড়েন ফটোশ্যুট নিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থায় দিদি করিশ্মা কাপুরের সঙ্গেও ফটোশ্যুট করতে দেখা যায় বেবো বেগমকে 

এবার ফের গাঢ় নীল রঙের বডি হাগিং পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হলেন সইফ-ঘরণী। মা হওয়ার পর তিনি যে পুরোদমে কাজ করে চলেছেন তা বেশ স্পষ্ট করে দিয়েছেন। 

করিনাকে দেখে যখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে, সেই সময় তিনি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে একের পর এক পোজ দিয়ে যান 

হিমাচল থেকে ছুটি কাটিয়ে ফেরার পর বর্তমানে মুম্বইতেই রয়েছেন করিনা কাপুর খান। ফলে ধরমশালা থেকে ফিরে বর্তমানে ফের নিজের কাজ নিয়েই ব্যস্ত বেবো 

২০ তারিখ তৈমুরের জন্মদিন।  ছেলের৩ বছরের জন্মদিনে করিনা, সইফের কী পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে অবশ্য জানা যায়নি 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link