Kabhi Khushi Kabhie Gham-এর সেই ছোট্ট 'পুু', ১৯ বছর পর কেমন দেখতে হয়েছে Malvika Raaj-কে?

Dec 27, 2020, 15:26 PM IST
1/10

করণ জোহরের 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhie Gham) ছবিটি দেখেছিলেন নিশ্চয়? ছবিতে 'পু' চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন করিনা কাপুর (Kareena Kapoor)। শুধু করিনা নন, ছবিতে ছোট্ট 'পু' চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী মালবিকা রাজ (Malvika Raaj)। 

2/10

২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল করণ জোহরের 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhie Gham)। ১৯ বছর পার করে ২০২০-তে এসে কেমন দেখতে হয়েছে K3G-র সেই ছোট্ট 'পু' কে?

3/10

 K3G-র সেই ছোট্ট 'পু' এখন যুবতী। উইকিপিডিয়া বলছে বর্তমানে মালবিকার বয়স ২৭ বছর। 

4/10

মালবিকা বর্তমানে মডেলিং করেন এবং অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন। 

5/10

২০১৭ সালে মুক্তি পাওয়া 'ক্যাপ্টেন নবাব' ছবিতে দেখা যায় মালবিকা রাজকে। সেখানে ইমরান হাশমির বিপরীতে দেখা গিয়েছে মালবিকাকে। 

6/10

২০২০ সালে 'স্কোয়াড' বলে একটি ছবিতেও অভিনয় করে ফেলেছেন মালবিকা। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। যেখানে ড্যানি ডেনজংপার ছেলে রিঞ্জিং ডেনজংপা-র বিপরীতে দেখা যাবে মালবিকাকে। 

7/10

২০১০ সালে ফেমিনা 'মিস ইন্ডিয়া'তে যোগ দিয়েছিলেন মালবিকা রাজ। 

8/10

পরবর্তীকালে 'জয়দেব' তেলুগু ছবিতেও কাজ করেছেন মালবিকা রাজ। 

9/10

মালবিকা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে বোল্ড ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। 

10/10

জানা যায়, মালবিকার বাবা ববি রাজ-ও একজন ফিল্ম পরিচালক। মালবিকার জন্ম মুম্বইতেই।