Kartik Aryan| Holi 2023: আমেরিকায় রঙের উৎসবে কার্তিক, অভিনেতাকে এক ঝলক দেখতে মরিয়া ফ্যানেরা...

Mar 06, 2023, 21:51 PM IST
1/6

কার্তিকের হোলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকায় ডলাস হোলি উৎসবে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান। রঙের উৎসবে মেতেছেন প্রবাসী ভারতীয়রা।  

2/6

কার্তিকের হোলি

কার্তিক আরিয়ানের উপস্থিতি বাড়তি উন্মাদনা যোগ করেছে রঙের উৎসবে।  

3/6

কার্তিকের হোলি

নায়ককে দেখতে উপচে পড়ছে ভিড়। বিদেশে এই ভালোবাসা দেখে মুগ্ধ কার্তিক।তিনি লিখেছেন, বিদেশে এই অভিজ্ঞতা তাঁর প্রথম। যা সত্যিই অবিশ্বাস্য।  

4/6

কার্তিকের হোলি

একটি ভিডিয়োর পাশাপাশি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ব্লু ডেনিম ও সাদা শার্ট আবির মেখে রঙিন কার্তিক।  

5/6

কার্তিকের হোলি

ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে ভুল ভুলাইয়া ২ ছবির হরে রাম হরে রাম গানটি। কার্তিককে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছে ফ্যানেরা।  

6/6

কার্তিকের হোলি

কার্তিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিদেশে সকলের ভালোবাসা পেলেও পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলির পাগলামি মিস করবেন আর মায়ের হাতের গুজিয়াও মিস করবেন।