Karun Nair | IPL 2025: টেস্টে অপরাজিত ৩০৩! ভারত ভুলে গিয়েছে এই নক্ষত্রকে, সবার অলক্ষ্যেই আজ বিশ্বরেকর্ড!

Karun Nair Sets List A World Record With Third Consecutive Century: করুণ নায়ার যা করলেন তা আর কোনও ভারতীয় কেন, বিশ্বে কেউ পারেননি আগে!

Jan 03, 2025, 21:38 PM IST
1/7

করুণ নায়ারের ঐতিহাসিক রেকর্ড

Karun Nair joins Virender Sehwag in India's 300 club

যদি প্রশ্ন করা হয় যে, ভারতের হয়ে কারা কারা টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন? উত্তরটা হবে মাত্র দু'জন- বীরেন্দ্র শেহওয়াগ ও করুণ নায়ার। শেহওয়াগ তাঁর কেরিয়ারে দু'বার ত্রিশতরান করেছেন। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন তিনি। বীরুর পর ২০১৬ সালে করুণ ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০৩!   

2/7

করুণ নায়ারকে ভুলে গিয়েছে ভারত!

Karun Nair- Forgotten India Star

করুণকে ভারতীয় ক্রিকেট প্রায় ভুলেই গিয়েছে। মাত্র ৬টি টেস্ট ও ২টি ওডিআই খেলারই সৌভাগ্য় হয়েছে ৩৩ বছরের যোধপুরে জন্মানো ক্রিকেটারের। ২০২৬-১৭ সালের পর আর কখনও দেশের জার্সি গায়ে চাপানো হয়নি তাঁর। এরপর থেকে তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট ও আইপিএল খেলেন। এই করুণই এবার সবার অলক্ষ্যে করলেন বিশ্বরেকর্ড! শুক্রবার তাঁর নাম লেখা হয়ে গেল ক্রিকেট ইতিহাসের পাতায়!   

3/7

উত্তরপ্রদেশ বনাম বিদর্ভ

Uttar Pradesh vs Vidarbha

শুক্রবার অর্থাত্‍ আজ বিজয় হাজারে ট্রফিতে করুণের বিদর্ভ মুখোমুখি হয়েছিল রিঙ্কু সিংয়ের উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ভিজি স্টেডিয়ামে টস হেরে রিঙ্কুরা প্রথমে ব্য়াট করে তুলেছিল ৩০৭ রান। সমীর রিজভি ৮২ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৭টি ছয়ে ও ৫ চারে নিজের ইনিংস সাজিয়েছেন ১২৮.০৫ -এর স্ট্রাইক রেটে। 

4/7

বিদর্ভ ইনিংস

 Vidarbha Innings

বিদর্ভ উত্তরপ্রদেশের রান ৪৮ ওভারের ভিতর তাড়া করে জিতেছে ৮ উইকেটে। ধ্রুব শোরে ও যশ রাঠোর ওপেন করতে নেমেছিলেন বিদর্ভের হয়ে। ৩৭ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। এরপর ছিল করুণ ও জীতেশ শর্মার শো! যশ ১৪০ বলে ১৩৮ রানে অপরাজিত ছিলেন। করুণ ১০১ বলে ১১২ রান করেছেন ১১ চার ও ২ ছক্কায়। করুণ এই দিন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে বিরল রেকর্ড করলেন! টানা পরপর তিন ম্য়াচে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ৫০০ রান করে ফেললেন তিনি! এদিন ৭০-এর গন্ডি টপকাতেই ৫০০ পেরিয়ে যান করুণ।     

5/7

বিজয় হাজারাতে আগুনে ফর্মে করুণ

Karun Nair In Vijay Hazare Trophy 2024-25

জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে করুণ ১১২ রানের ইনিংস দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন। এরপর ছত্তিশগড়ের বিরুদ্ধে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন তিনি। চণ্ডীগড় এবং তামিলনাড়ুর বিরুদ্ধে শেষ দুই ম্য়াচে অপরাজিত ১৬৩ ও অপরাজিত ১১১ রান করেছিলেন। এদিন তিনি ফের শতরান হাঁকালেন।   

6/7

আইপিএলে কোন টিমে খেলবেন করুণ নায়ার?

Karun Nair In IPL 2025

আসন্ন আইপিএলে করুণকে দেখা যাবে দিল্লি ক্য়াপিটালসের জার্সিতে। তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে টিম। বোঝাই যাচ্ছে করুণ এবার কিছু করে দেখাতে চলেছেন। অতীতে করুণ দিল্লির পাশাপাশি কেকেআর, আরসিবি, কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্য়ালসের হয়েও খেলেছেন। আইপিএলে তিনি রীতিমতো পরিচিত মুখই। 

7/7

লিস্ট এ ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করেছেন যাঁরা

Most Runs Made In List A Cricket Without Getting Out

এই তালিকায় একে করুণ (৫৪২ রান), দুয়ে নিউ জিল্য়ান্ডের জেমস ফ্র্য়াংকলিন (৫২৭ রান), তিনে দক্ষিণ আফ্রিকার জোশুয়া হের্ডেন (৫১২ রান), চারে পাকিস্তানের ফখর জামান (৪৫৫ রান) ও পাঁচে আরেক পাকিস্তানি- তৌফিক উমর (৪২২ রান)