Durga Puja 2022: তিস্তাপারের বৃত্তান্তে 'আজ শরতে কাশের বনে হাওয়ার লুটোপুটি'
কাশ বললেই এক ঝাঁক উজ্জ্বল রোদ্দুরের মতো একটা অনুভূতি হয় যেন বাঙালির। আসলে শিউলি আর কাশ ফুলের মাধ্যমেই বাঙালির শারদোৎসবের শুরু। ক্যালেন্ডারের পাতায় শরৎ এলেই নদীতীরে ফুটে ওঠে কাশ। আদিগন্ত বিস্তৃত কাশফুলের মেলা চোখ ও মনকে এক অনন্য তৃপ্তি দেয়। বাতাসের স্পর্শ বদলায়, রোদের রং বদলায়। নদীর স্রোতভার অন্য বিভঙ্গে বয়ে যায়। পুজো আসছে বলে বুঝতে পারে বাঙালি। তার মন যেন গুনগুন করে ওঠে-- 'আমরা বেঁধেছি কাশের গুচ্ছ'। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস
প্রদ্যুৎ দাস: কাশ বললেই এক ঝাঁক উজ্জ্বল রোদ্দুরের মতো একটা অনুভূতি হয় যেন বাঙালির। আসলে শিউলি আর কাশ ফুলের মাধ্যমেই বাঙালির শারদোৎসবের শুরু। ক্যালেন্ডারের পাতায় শরৎ এলেই নদীতীরে ফুটে ওঠে কাশ। আদিগন্ত বিস্তৃত কাশফুলের মেলা চোখ ও মনকে এক অনন্য তৃপ্তি দেয়। বাতাসের স্পর্শ বদলায়, রোদের রং বদলায়। নদীর স্রোতভার অন্য বিভঙ্গে বয়ে যায়। পুজো আসছে বলে বুঝতে পারে বাঙালি। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস