Katrina Kaif: ‘গত ২০ বছরে যাঁর সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি...’ কাকে নিয়ে আবেগে ভাসলেন ক্যাটরিনা?

Katrina Kaif: দীর্ঘ ২০ বছর ক্যাটরিনা কাইফের সঙ্গে রয়েছেন অশোক শর্মা। অভিনেত্রী মঙ্গলবার তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন তাঁদের দীর্ঘ ২০ বছরের জার্নি। এক কথায় আবেগে ভাসেন অভিনেত্রী। তিনি লেখেন, গত ২০ বছরে ওঁর সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। কিন্তু কে এই ব্যক্তি?  

| Jul 11, 2023, 19:42 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালে একটি আবেগঘন পোস্ট করেন ক্যাটরিনা কাইফ। তিনি লেখেন যে, ইনিই সেই ব্যক্তি যাঁর সঙ্গে বিগত ২০ বছরে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি।  

2/6

ক্যাটরিনা লেখেন, ‘আজ ২০ বছর পূর্ণ হল। হাসি থেকে শুরু করে আমাকে অনুপ্রেরণা দিতে পেপ টক। আমি চা পান করতে চাইলেও যে আমায় খেতে দেয় না, ঝগড়া করে।’  

3/6

নায়িকা লেখেন, ‘আমার খারাপ সময়ে যে কাঁদে। আমার সিদ্ধান্ত যিনি বদলাতেও সাহায্য করেছেন। আমায় বুঝতে শিখিয়েছেন যে আমি আসলে কী চাই? সবকিছুর মধ্যে দিয়েই আমরা গেছি।’  

4/6

ক্যাটরিনা লেখেন, ‘আপনিই একমাত্র স্থির। আমি কিছু করার আগেই আপনি জানেন আমি কী চাই। সবসময় আমার খেয়াল রাখেন।’  

5/6

পোস্টের কমেন্ট বক্স ভরে ওঠে নায়িকার প্রশংসায়। অনেকেই জিজ্ঞেস করেন কে এই ব্যক্তি। ইনি হলেন ক্যাটরিনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অশোক শর্মা। কেরিয়ারের শুরু থেকেই তিনি রয়েছেন ক্যাটের সঙ্গে।  

6/6

একটি কমেন্টে মিনি মাথুর লেখেন যে, ক্যাটরিনার বিয়েতে কীভাবে মেয়ে পক্ষের সব কাজ সামলাচ্ছিলেন অশোক।