1/6
শুম্ভ-নিশুম্ভ বধ
2/6
কৃষ্ণবর্ণা
এ বিষয়ে আরেকটি মত আছে। পার্বতী কৃষ্ণবর্ণা ছিলেন। পার্বতীর সঙ্গে বিয়ে হল শিবের। শিব একদিন স্ত্রীর সঙ্গে মজা করছিলেন। বললেন-- পার্বতী, তুমি যখন আমার সঙ্গে আলিঙ্গনবদ্ধ থাকো, তখন শুভ্র চন্দনবৃক্ষে কৃষ্ণবর্ণসর্প ঘুরে বেড়ালে যেমন দেখতে লাগে, তেমন দেখতে লাগে। এ পরিহাস শুনে খুবই দুঃখ পেলেন পার্বতী। তিনি শিবকে বললেন, আমি ব্রহ্মার তপস্যা করব এবং গৌরবর্ণ ধারণ করব। ব্রহ্মার বর পেয়ে দেবী গৌরবর্ণ ধারণ করলেন। এবং পুরনো কোষ ত্যাগ করলেন। পরিত্যক্ত এই কোষ থেকেই সৃষ্টি হল দেবী কৌশিকীর। সেই কারণেই তিনি কৃষ্ণবর্ণা।
photos
TRENDING NOW
3/6
বামাক্ষ্যাপা
4/6
শ্মশান
5/6
কুলকুণ্ডলিনী
6/6
তারা রাত্রি
photos