সম্পর্ককে অটুট বন্ধন রাখতে জেনে রাখুন, বিয়ে নিয়ে অজানা কয়েকটি মিথ

Aug 21, 2021, 13:07 PM IST
1/8

একে অপরের প্রতি বিশ্বাস রাখুন

Trust each other

বিবাহ বন্ধনে আবদ্ধ  হওয়ার সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি প্রতিশ্রুতি, বিশ্বাস, বোঝাপড়া, সমঝোতা জড়িয়ে।   বিবাহ সম্পর্কে কয়েকটি  মিথ রয়েছে । সম্পর্কে থাকতে একে অপরের প্রতি  বিশ্বাস রাখুন। জেনে নিন বিয়ে নিয়ে কয়েকটি মিথ।   

2/8

বিয়ে করলেই জীবনে সুখ ও পরিপূর্ণতা আসবে এমনটা নয়

Happiness and fulfillment will not come in life just by getting married

  বিয়ে করলেই জীবনে সুখ ও পরিপূর্ণতা আসবে এমনটা নয়, ভালোবাসার  মানুষের সঙ্গে থাকলে  পরিপূর্ণ ও ভালো লাগবে, কিন্তু সেই অনুভূতি চিরকাল থাকবে না, তাই ভাল রাখতে ও ভাল থাকতে একে ওপরের প্রতি যত্নশীল হন।    

3/8

নিজেকে সুখী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে

You just have to be more discriminating with the help you render toward other people

শেষ পর্যন্ত নিজেকে ভাল রাখাটাই যে-কোনও সম্পর্কেj গুরুত্ব,  নিজেকে সুখী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে, নিজে ভাল থাকলে আপনার পার্টনারকেও ভাল রাখতে পারবেন।   

4/8

বিয়ে করেছেন বলেই তার উপরে নির্ভরশীল হবেন না

Don't depend on him because he is married

আপনার পার্টনারের সঙ্গে বিয়ে করেছেন বলেই তার উপরে নির্ভরশীল এমনভাবে হবেন না, যাতে তার চাপ মনে হতে পারে।     

5/8

একে ওপরকে সম্মান করুন

Respect each other

পার্টনারকে  বিরক্ত করবেন এবং লড়াই করবেন কিন্তু একে ওপরকে সম্মান না করে কিছু করবেন না। 

6/8

আপনাদের দুজনের সমীকরণের উপর

On the equation of the two of you

বিয়ে নিয়ে একটা মিথ রয়েছে, বিয়ের অনেক বছর পরে যৌন জীবন ধীরে ধীরে বিরক্তিকর এবং উদ্বেগজনক হয়ে উঠবে। আসলে তা একেবারেই মিথ, আপনার পার্টনারের সঙ্গে যৌন জীবন কেমন তা নির্ভর করবে আপনাদের দুজনের সম্পর্কের সমীকরণের উপর।    

7/8

দুশ্চিন্তা এবং হতাশায় ভুগছেন এমন সময়ে পার্টনারের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন

Avoid trouble with your partner when you are suffering from anxiety and depression

দুশ্চিন্তা এবং হতাশায় ভুগছেন এমন সময়ে পার্টনারের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন, একাকিত্ব কাটিয়ে নিজেকে ও পার্টনারকে ভাল রাখুন। 

8/8

শিশুকে জীবনে আনলে সেই মুহূর্ত সত্যি মধুর হয়

When you bring a child to life, that moment is really sweet

অনেকেরই মনে হয়,  সম্পর্কে কোনও অসুবিধে থাকলে সেক্ষেত্রে কোনও সন্তান আসলে, সম্পর্ক ভাল হয়ে যায়।  একটি শিশুকে জীবনে আনলে সেই মুহূর্ত সত্যি মধুর হয় তবে সম্পর্ক ঠিক করার জন্যে বাচ্চা হওয়া নিলে তাতে হিতে-বিপরীত হতে পারে।