Ketugram Nurse: 'স্বামীর কাছে আর ফিরব না', আদালতে গোপন জবানবন্দি দিতে এসে বললেন কেতুগ্রামের রেণু

Jun 22, 2022, 12:47 PM IST
1/6

নার্সের চাকরিতে যোগ দেওয়া রুখতে হাতের কব্জি কেটে নিয়েছিল স্বামী। সেই ঘটনায় বুধবার কাটোয়া আদালতে গোপন জবানবন্দি দিতে এলেন কেতুগ্রামের নার্স রেণু খাতুন। -তথ্য ও ছবি- সন্দীপ ঘোষ চৌধুরী

2/6

বুধবার রেণুকে বর্ধমানে তাঁর দিদির বাড়ি থেকে কাটোয়া নিয়ে আসে কেতুগ্রাম থানার পুলিস। সেখানেই আজ কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেবেন রেণু। -তথ্য ও ছবি- সন্দীপ ঘোষ চৌধুরী

3/6

আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রেণু বলেন কোনও পরিস্থিতিতেই তিনি স্বামীর ঘরে আর ফিরবেন না। -তথ্য ও ছবি- সন্দীপ ঘোষ চৌধুরী  

4/6

এমাসের ৪ তারিখে কেতুগ্রাম থানার কোজলসা গ্রামে তিন দুষ্কৃতীর সহায়তায় রেণুর হাতের কব্জি কেটে নেয় তার স্বামী সরিফুল। ওই ঘটনায় কার্যত শিউরে ওঠে রাজ্য়ে। কেতুগ্রাম থানার পুলিসের তৎপরতায় গ্রেফতার হয় রেনু খাতুন স্বামী সহ তার সহযোগী অন্য ৩ দুষ্কৃতী । -তথ্য ও ছবি- সন্দীপ ঘোষ চৌধুরী

5/6

সম্প্রতি রেণুর স্বামী সরিফুল ও তার ৩ সহযোগীকে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করেছে পুলিস। -তথ্য ও ছবি- সন্দীপ ঘোষ চৌধুরী

6/6

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেণু খাতুনকে তার চাকরিতে বহাল রাখা হয়েছে। গতকাল পূর্ব বর্ধমানের CMOH বিভাগ কাজে যোগ দিয়েছেন রেণু খাতুন। -তথ্য ও ছবি- সন্দীপ ঘোষ চৌধুরী