চর্ম রোগে আক্রান্ত মার্কিন তারকা কিম কার্দাশিয়ান

Feb 19, 2019, 20:00 PM IST
1/6

গুরুতর চর্ম রোগে আক্রান্ত হয়েছেন মার্কিন রিয়েলিটি শো তারকা তথা মডেল কিম কার্দাশিয়ান। 

2/6

তাঁর সারা শরীর ও মুখে সোরিয়াসিস ছড়িয়ে পড়েছে বলে নিজেই টুইটারের জানিয়েছেন কিম।

3/6

টুইটারে কিম লিখেছেন, আমার মনে হয় আমার সোরিয়াসিস প্রতিরোধ করার জন্য চিকিৎসা করানোর প্রয়োজন। আমি এর আগে এমনটা কখনও দেখিনি। সারা শরীরে ছড়িয়ে গেছে। কোনওভাবেই ঢাকতে পারছি না। কী চিকিৎসা করাবো? ভক্তদের কাছে জানতে চেয়েছেন কিম। 

4/6

অনেকেই টুইটারে কিম কার্দাশিয়ানকে পরামর্শ দিয়েছেন টুইটারে পরামর্শ না চেয়ে শীঘ্র চিকিৎসা করান, চিকিৎসকের পরামর্শ নিন। 

5/6

জানা যাচ্ছে ইতিমধ্যেই সোরিয়াসিস চিকিৎসা শুরু করেছেন কিম। ভক্তদের আশা খুব শীঘ্রই সেরে উঠবেন তিনি। 

6/6

জানা যায়, সোরিয়াসিস এমন একটি ব্যাধি যা সাধারণত সাড়ে না, তবে চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। এই রোগে আক্রান্ত চামড়া শুকনো হয়ে যায়।