IPL 2019 : প্লে-অফে যেতে পারবে কলকাতা? অঙ্কটা কী? জেনে নিন

| Apr 25, 2019, 18:05 PM IST
1/5

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

১০ ম্যাচে চারটি জয়। ছটি ম্যাচে হার। চলতি আইপিএলে প্লে-অফের রাস্তা যেন ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে দীনেশ কার্তিকের দলের জন্য। আজ মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতা। আজ হারলে প্লে-অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে তাদের। 

2/5

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

১০ ম্যাচে কলকাতার পয়েন্ট এখন আট। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে কলকাতা। এমন জায়গা থেকে প্লে-অফে ওঠার রাস্তা খুঁজতে মরিয়া কলকাতা। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? 

3/5

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

কলকাতার হাতে রয়েছে আর চারটি ম্যাচ। শেষ চার ম্যাচের তিনটে জিতলে গ্রুপ লিগের শেষে নাইটদের পয়েন্ট হবে ১৪৷ সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছনোর জন্য অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। 

4/5

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

প্লে-অফে যেতে হলে অন্তত আটটি ম্যাচ জিততে হবে। তবে পরিস্থিতি নির্ভর করবে পয়েন্ট টেবিলের উপর। সেক্ষেত্রে কলকাতাকে বাকি চারটি ম্যাচের প্রতিটি জিততে হবে। 

5/5

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

কীভাবে প্লে-অফে যেতে পারে নাইটরা?

শেষ চার ম্যাচের দুটি কলকাতা ঘরের মাঠে খেলবে। প্রতিপক্ষ রাজস্থান ও মুম্বই। পরের দুটি অ্যাওয়ে ম্যাচে কার্তিকদের প্রতিপক্ষ পাঞ্জাব ও মুম্বই।