জোড়া ধাক্কায় বেসামাল কলকাতা! রাসেলের চোট. নারিনের 'হাত' আবার সন্দেহের তালিকায়

Oct 11, 2020, 11:28 AM IST
1/5

জোড়া ধাক্কায় বেসামাল নাইটরা।একদিকে দলের এক নম্বর অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোট। আরেকদিকে সুনীল নারিনের বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায়।

2/5

পাঞ্জাবের বিরুদ্ধে কে এল রাহুলের ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন রাসেল। পরের ম্যাচ কেকেআর খেলবে আরসিবির বিরুদ্ধে। সেই ম্যাচে রাসেলের খেলার সম্ভাবনা কম বলে জানা যাচ্ছে।

3/5

এদিকে সুনীল নারিনের বোলিং অ্যাকশন অবৈধ হিসাবে রিপোর্ট করেছেন পাঞ্জাব ম্যাচের দুই আম্পায়ার উল্লাস গান্ধে ও ক্রিস গ্যাফনি। নারিন এখন ওয়ার্নিং লিস্টএ- থাকবেন। টুর্নামেন্ট চলাকালীন আরেকবার তাঁর অ্যাকশন নিয়ে আম্পায়ার রিপোর্ট করলে তাঁকে নির্বাসনে যেতে হতে পারে।

4/5

আরসিবি এবার আইপিএলে শুরু থেকেই অসাধারণ ছন্দে রয়েছে। তাই বিরাটের দলের বিরুদ্ধে কেকেআরের পরের ম্যাচ যে কঠিন হবে তা আন্দাজ করাই যায়। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সমস্যায় জেরবার কলকাতা।

5/5

পাঞ্জাবের বিরুদ্ধে ডেথ ওভারে নারিনের অসাধারণ  বোলিংয়ের জেরেই কলকাতা ম্যাচটা জিতেছিল। দলের এমন গুরুত্বপূর্ণ স্পিনারকে নিয়েও অস্বস্তি বাড়ল কেকেআর শিবিরে। তবে এই প্রথম নয়। এর আগেও নরিনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছেন।